কলকাতা: কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধ, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) ধরনা শেষ হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায়। বুধাবর শুরু হয়েছে মমতার এই ধরনা। মঞ্চে মমতার সঙ্গী একাধিক তৃণমূল নেতা-কর্মী।
বৃহস্পতিবার সকালে ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী বেশ খোশমেজাজেই ছিলেন।বেশ কিছুক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে খবরের কাগজ পড়েন তিনি। ধরনা মঞ্চে চলে গান বাজনা। মাইক হাতে তাতে যোগ দেন মমতাও। মঞ্চে গিটার বাজিয়ে গান গায় দলের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা।
সকালে মুখ্যমন্ত্রীর রেড রোডে (Red Road) যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim)। উপস্থিত ছিলেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি ,জুন মালিয়া, দোলা সেন, সায়নী ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা।এদিনই মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় (Actor Sourav Banerjee)। মমতা বললেন, ওর পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। মঞ্চে রবীন্দ্রসংগীত (Rabindra Sangeet) গেয়ে শোনান ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীলের সঙ্গে গলা মেলান আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:Kuntal Ghosh | জোর করে অভিষেকের নাম বলানোর চেষ্টা করছেন তদন্তকারীরা, বিস্ফোরক কুন্তল
সকাল থেকেই ধরনা মঞ্চে চলছিল অল্প বয়স্কদের গান। তাদের দেখিয়ে নেত্রী বলেন, এরা সব যাদবপুর (Jadavpur University), প্রেসিডেন্সির (Presidency University) ছাত্রছাত্রী। মমতা বলেন, ওদের নিয়ে একটা গানের ব্যান্ড বানাব ভাবচ্ছি।পাশে বসা অরূপ বিশ্বাস, ইন্দ্রনীলদের দিকে তাকিয়ে মমতার মন্তব্য, ওরা খুব ভাল গায়। ওদের আমাদের গানের টিমে ডেকে নিও। আমি ওদের সিন্থেসাইজার দেব। ওই ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী নিজের ছাত্র জীবনের নানা অভিজ্ঞতার কথাও শোনান। মঞ্চ থেকে সকালেই তিনি পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন, ধরনার জন্য সাধারণ মানুষের ষেন কোনও অসুবিধা না হয়।