কলকাতা: চলছে নভেম্বরের শেষ সপ্তাহ। ইতিমধ্যেই শীত তার ব্যাটিং শুরু করে দিয়েছে। জেলায় জেলায় শুরু হয়েছে পারদ পতন। কলকাতাতেও পারদ নামতে শুরু করেছে। উত্তুরে হাওয়া বইতেও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই আলমারি থেকে গুটিগুটি পায়ে সোয়েটার, কম্বল এবং শীতকালীন প্রসাধনী বেরতে আরম্ভ করেছে। ভোর হতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে দেখা যাচ্ছে গোটা এলাকাকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কদিন সামান্য বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ২-৩ দিনে কমতে চলেছে তাপমাত্রা। মূলত সকাল এবং রাতের দিকেই শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপট বাড়লে শীত তেমন একটা অনুভূত হবেনা বলেই জানানও হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
আরও পড়ুন: বৃহস্পতির অতি প্রিয় এই ২ রাশি গ্রহের কৃপায় আকাশ ছোঁয়া কেরিয়ার গ্রাফ
উল্লেখ্য, এবছর যে দাপিয়ে শীত অনুভূত হতে চলেছে তা আগে থেকেই জানানও হয়েছিল হাওয়া অফিসের পক্ষ থেকে। লা নিনোর পরক্ষ প্রভাব পড়তে চলেছে যার জেরে ভারী শীতের আমেজ অনুভুত হবে বলেই জানানও হয়। এই সপ্তাহে তাপমত্রা তেমন একটা কমবেনা বলেই জানানও হয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে ডিসেম্বরের গড়া থেকেই শীত পুরো দমে তার ব্যাটিং শুরু করবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশে চলছে ব্যাপক বৃষ্টিপাত ঘূর্ণিঝড় ‘ফেনজাল’-এর কারণে। কিন্তু সেই প্রভাব বঙ্গে তেমন একটা পড়বে না বলেই প্রাথমিক ভাবে জানা যায়। তবে সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের উপকূলবর্তী এলাকা দুই মেদিনীপুরে।
দেখুন অন্য খবর
The post কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত first appeared on KolkataTV.
The post কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত appeared first on KolkataTV.