কলকাতা: বর্তমান সময়কে ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ বললেও খুব একটা ভুল হবেনা। কারণ, ভারতীয় ক্রিকেট দল এখন সমস্ত ফরম্যাটেই দাপটের সঙ্গে খেলছে। একইসঙ্গে, ভারতীয় ক্রিকেটের অনেক তারকা এখন বিশ্বসেরার তকমা পাচ্ছেন। বিরাট কোহলি হলেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। এতদিন অবধি তিনি ছিলেন ভারতের সবথেকে দামি ক্রিকেটার। আইপিএল এবং জাতীয় দলের বেতন মিলিয়ে তিনি আর সব ভারতীয় ক্রিকেটারদের থেকে বেশি বেতন পেতেন। তবে আইপিএল-এর মেগা নিলামের পর তাঁর থেকে এই মুকুট ছিনিয়ে নিয়েছেন ভারতের তরুণ তুর্কি ঋষভ পন্থ। আসন্ন মরশুমে তিনি বিরাট কোহলির থেকেও বেশি বেতন পাবেন। যদিও পন্থের এই নতুন নজিরের নেপথ্যে রয়েছে আইপিএল-এর মেগা নিলাম। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: এই সিরিজ ভালো যাবে কোহলির, বলছেন দ্রাবিড়
আসলে আরসিবি দল আসন্ন আইপিএল মরশুমের জন্য বিরাট কোহলিকে ধরে রেখেছিল রিটেনশনের মাধ্যমে। সেই জন্য দল বিরাট’কে ২১ কোটি টাকা দিয়েছে। এদিকে জাতীয় দলের একজন ‘এ প্লাস’ খেলোয়াড় হওয়ার কারণে তিনি বোর্ডের তরফ থেকে বার্ষিক ৭ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। সেই কারণে কোহলির মোট বার্ষিক বেতন দাঁড়ায় ২৮ কোটি টাকা। এদিকে এবার ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। একইসঙ্গে তিনি ভারতীয় দলের একজন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়। সেই বাবদ বিসিসিআই তাঁকে বার্ষিক ৫ কোটি টাকা বেতন দেয়। সর্বমোট তিনি বছরে ৩২ কোটি টাকা পাবেন। অর্থাৎ, যেখানে বিরাটের বার্ষিক বেতন ২৮ কোটি টাকা, সেখানে ঋষভ তাঁর থেকে ৪ কোটি টাকা বেশি বেতন পাচ্ছেন। তাই একথা বলাই যায় যে, বর্তমানে বিরাট নয়, ভারতের সবথেকে দামি খেলোয়াড় হলেন ঋষভ পন্থ।
দেখুন আরও খবর: