আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অব্যহত হাতির তাণ্ডব। প্রায় প্রতিদিনই আলিপুরদুয়ার জেলার কোথাও না কোথাও হাতির হানার ঘটনা ঘটছে। সেই কারণে শীতের শুরুতেই আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা। গতকাল’ও গভীর রাতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালী নাকাঢালা এলাকায় হানা দিয়েছে গজরাজের দল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুনো হাতির একটি দল নাকাঢালা গ্রামে এসে তান্ডব চলায়। এর ফলে গ্রামবাসীদের ধান ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। এখানেই শেষ নয়, রাতের অন্ধকারে হাতির দলটি ভক্তাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এবং আইসিডিএস সেন্টারের রান্নাঘরে হানা দেয় এবং মিড-ডে মিলের খাদ্য সামগ্রী নষ্ট করে দেয়। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন: ‘বীরাঙ্গনা’ সম্মান পেল আলিপুরদুয়ারের তিন কন্যা
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, “প্রতিনিয়ত এভাবেই হাতি গ্রামে এসে তান্ডব চলাচ্ছে, বাসিন্দাদের ফসল থেকে শুরু করে ঘরবাড়ি-সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল গভীর রাতেও তিনটি হাতির একটি দল গ্রামে এসে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আমরা সারারাত ঘুমোতে পারিনি।” বাসিন্দারা আরও জানান, শীঘ্রই প্রশাসন ও বন দফতরের তরফে এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিৎ। নাহলে এখানে আর মানুষ বসবাস করতে পারবে না। যদিও এখনও এই বিষয়ে বন দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন আরও খবর: