কলকাতা: বক্স অফিসে ঝড় তুলেছে বহুরূপী’র। ছবিতে ‘ঝিমলি’র চরিত্রে দর্শকদের মন কড়েছেন কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ছবির সাফল্যের পর বনিকে সঙ্গে নিয়ে লম্বা ছুটিতে গেলেন কৌশানি। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া-তে বেড়াতে গিয়েছেন বনি (Bonny Sengupta)-কৌশানি। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে বনির সঙ্গেই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে ‘ভুলভুলাইয়া’র গানে কোমর দোলাতে দেখা গেল অভিনেতা-অভিনেত্রীকে।
View this post on Instagram
আরও পড়ুন: মিনিস্কার্টে বোল্ড আকাঙ্ক্ষা
বনির হাত ধরে দেশ ছেড়েছেন কৌশানি। এই মুহূর্তে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া-তে বেড়াতে গিয়েছেন বনি-কৌশানি। সেখানে দুজনে হাতে হাত রেখে ছুটি উপভোগ করছেন। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। প্রতিটা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা। ভিডিও-তে দেখা যাচ্ছে, বনি-কৌশানির পিছন দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে জেব্রার দলকে। আবার কখনও তানজানিয়ার জাঞ্জিবার-এর আদিবাসীদের সঙ্গে নেচেও রিল বানিয়েছেন। তাঁদের দেখা গেল জেব্রা এবং জিরাফদের মাঝে ‘ভুল ভুলাইয়া’র গানে নাচতে। জাঞ্জিবার-এর সমুদ্রউপকূল থেকে নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন কৌশানি।
View this post on Instagram
অন্য খবর দেখুন