নয়াদিল্লি: বিরোধী সাংসদদের লাগাতার স্লোগানে তুমুল বিরক্ত রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি বললেন, “এটা সমর্থন করা যায় না। আমরা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করছি। আমাদের কার্যকলাপ জনমুখী নয়। আমরা অপ্রসাঙ্গকি হয়ে পড়ছি…”
সংসদের উচ্চকক্ষে তুমুল গোলমালের ফলে শুক্রবারের অধিবেশন পুরোপুরি মুলতুবি হয়ে পড়ল। আগামী ২ ডিসেম্বর, সোমবার বেলা ১১টায় ফের শুরু হবে রাজ্যসভার অধিবেশন।
আরও পড়ুন: দিল্লির ভোটের জন্য আইপ্যাকের সঙ্গে চুক্তি করল আপ
প্রসঙ্গত, রাজ্যসভার মতো লোকসভাতেও (Loksabha) প্রায় রোজই তুমুল হইচই চলছে। শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) গ্রেফতারি এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্তের দাবিতে অনড় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গ্রেফতারির দাবিতে সংসদ উত্তাল করে চলেছেন কংগ্রেসের অন্য সাংসদরাও। যদিও ইন্ডিয়া জোটের অংশ তৃণমূল শুধুমাত্র আদানি ইস্যুতে সংসদ অচল করে দেওয়ার পক্ষে নয়।
দেখুন খবর: