কলকাতা: অনন্যা পান্ডে (Ananya Pandey) বলিউডের ফ্যাশনিস্তা। তাঁর ড্রেস থেকে লুক সব সময় চর্চায় থাকে। অনন্যার গ্ল্যামারে কাবু নেটিজেনরা। শানেলের ব্লেজারে সেটে একেবারে অন্যরকম লুক দিলেন অনন্যা। অনন্যা পান্ডে তাঁর নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘তারকা সন্তান’-এর তকমা। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। পরিশ্রমের সঙ্গে বলি ডিভা অনন্যার লুক ও স্টাইল নজর কেড়েছে সকলের। মাঝে মধ্যে সাহসী লুকে ধরা দেন অভিনেত্রী।
আরও পড়ুন:সলমনের ‘ত্রাস’ লরেন্স বিষ্ণোই! জেলে থেকেও অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন কীভাবে?
মুম্বইয়ের বান্দ্রায় ইউন্টার লুকে ধরা দিলেন অনন্যা। শীতকালীন পার্টি লুকের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন শানেলের ব্লেজার ও মিনি স্কাট। পীচ ব্লেজার। তাই অ্যাস কালারের স্কাট নিয়ে ড্রেস টিউনিং করেছেন। বাকি অ্যাকসেসরিজ, মেকআপ হালকা রেখেছেন। লুককে হাইলাইট করার জন্য স্ট্রাকচার্ড শোল্ডার প্যাড, চটকদার কলার বেছে নিয়েছেন। সঙ্গে লাল হিল। তাঁর মেদহীন শরীরের এই পোশাক দারুন ভাবে ফুটে উঠেছে। শীতকালীন পার্টি, ককটেল ইভেন্ট বা গ্ল্যামারাস ডেটের জন্য উপযুক্ত অভিনেত্রীর সাজ। গ্ল্যামলুকে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
দেখুন ভিডিও