কলকাতা: মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার খবর হামেশাই উঠে আসে খবরের শিরোনামে। যার জেরে সমস্যার সম্মুখীন হতে হয় মেট্রোর নিত্বযাত্রীদের। এর আগেও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয় যাত্রীদের সচেতনতার আগ্রাধিকারের প্রচারে। চলে মাইকিং থেকে শুরু করে মেট্রো চত্বরের টিভিতে সচেতনতা বিজ্ঞাপন প্রচারও। কিন্তু তাতেও মেলেনি সুরাহা। কিছুদিন আগেই কালীঘাট মেট্রো স্টেশন চত্বরে আত্মহত্যা রুখতে বসানও হয় গার্ড রেল। কিন্তু তারপরেও সেন্ট্রাল মেট্রো স্টেশন চত্বরে ঘটে আত্মহত্যার ঘটনা। শুধুমাত্র সেন্ট্রাল নয়, চাঁদনি চক, শোভাবাজার মেট্রো স্টেশন থেকেও সামনে আসে এমন ঘটনা।
আরও পড়ুন: সদ্যোজাতর দেহ উদ্ধার হাসপাতালের শৌচালয় থেকে
তাই এবার যাত্রীদের সচেতনতার প্রচারে মেট্রো রেলের পক্ষ থেকে গ্রহণ করা হল নয়া পদক্ষেপ। মেট্রো স্টেশনে আত্মহত্যা রুখতে এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেল রেলকে। যাত্রীদের সচেতনতা প্রচারে প্রত্যেকটি মেট্রো স্টেশনে লাগানো হচ্ছে ব্যানার। ইতিমধ্যেই মেট্রো স্টেশনগুলিতে শুরু হয়ে গেছে ব্যানার লাগানোর কাজ। সচেতনতার আগ্রগতির জন্যই এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যানারে লেখা, ” জীবন একটি চক্র। এই মূল্যবান উপহার তাড়াতাড়ি শেষ করবেন না।”
দেখুন অন্য খবর
The post মেট্রো স্টেশনে আত্মহত্যা রুখতে এবার নয়া পদক্ষেপ first appeared on KolkataTV.
The post মেট্রো স্টেশনে আত্মহত্যা রুখতে এবার নয়া পদক্ষেপ appeared first on KolkataTV.