জলপাইগুড়ি: ফের ধাক্কা শাসকদলে। পঞ্চায়েতের আগে তৃণমূলে ভাঙন অব্যাহত। মঙ্গলবার জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গ্রামপঞ্চায়েত প্রধান বাপি গোস্বামী। একেই সঙ্গে বাপি গোস্বামীর হাত থেকে পতাকা নিয়ে ফের ঘরে ফিরলেন ডালটন রায়
বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, তৃণমূলে কোন ভদ্র মানুষ থাকতে পারবে না। তাই তারা আমাদের দলে যোগ দিচ্ছেন। ধূপগুড়ি থেকে শুরু করে জেলা জুড়েই তৃণমূল, সিপি আই(এম) থেকে যোগদান করছেন। এদিন খারিজা বেরুবাড়ির প্রধান তার দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন। আমরা সবাইকে স্বাগত জানাই বলে জানান বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী।
আরও পড়ুন: Niti Aayog | Maternity Leave | ৯ মাস মাতৃত্বকালীন ছুটি চাকরিজীবী মহিলাদের, প্রস্তাব নীতি আয়োগের
এদিকে খারিজা বেরুবাড়ি দুই গ্রামপঞ্চায়েতের প্রধান ডালটন রায় বলেন, আমি পঞ্চায়েত চালাতে পারছিলাম না। আমি মাঝখানে তৃনমুল কংগ্রেসে গিয়েছিলাম। কিন্তু আমি কাজ করতে পারছিলাম না। তাই বিজেপিতে যোগ দিলাম। এই বোর্ডকে নিয়ে চলা মুস্কিল।আগামী দিনে খারিজা বেরুবাড়িতে বিজেপির হাত শক্ত করার জন্য বিজেপিতে যোগ দিলাম। তৃণমূল কংগ্রেসের মধ্যে তালমিল ছিল না। মাদারের সাথে ST,SC সেলের গন্ডগোল বেশি ফলে দলের মধ্যেই দ্বিধাবিভক্ত ফলে কাজ করতে পারছিলাম না।