নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court ) কড়া নির্দেশ, দিল্লি (Delhi) সরকারের দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লিতে চলছে নির্মাণ শিল্পের কাজ। সুপ্রিম কোর্ট-নিযুক্ত আদালত কমিশনারদের একটি প্রতিবেদনে সেই কথার স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে দিল্লিতে দূষণ বিরোধী পদক্ষেপের অধীনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ কয়েকটি সরকারি কর্মকর্তাদের বাসভবনে নির্মাণ কাজ চালানোর কথা জানানো হয়েছে। রিপোর্টে নির্মাণ কাজ, শিল্প কল কারখানা থেকে নির্গত ধোঁয়া, বর্জ্য পোড়ানো এইগুলির কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কীভাবে এশিয়ান গেমস ভিলেজে HUDCO, BHEL, RITES, HAL এবং ITPO-এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনে নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। দিল্লি সহ গ্রেটার নয়ডা জুড়ে ব্যাপকহারে নির্মাণের কাজ চলছে। দিল্লি সহ এনসিআর শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ কাজের সামগ্রীগুলিও খোলা আকাশের তলায় খুলে রাখা হয়েছে।
আরও পড়ুন:আদানি ইস্যুতে সংসদ অচলের পক্ষে নয়, অধিবেশনে মানুষের সমস্যা তুলবে তৃণমূল
বৃহস্পতিবার সকালে কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির আকাশ। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম থেকে লালকেল্লা সর্বত্রই অতি ঘন ধোঁয়াশায় ঢাকা। হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা।
ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যাওয়ায় ধীরগতিতে চলছে ট্রেন। নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০১।
ক্রমশই বিষিয়ে উঠছে যমুনা জল। এদিন সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।
দেখুন অন্য খবর:
The post সুপ্রিম নির্দেশকে থোড়াই কেয়ার, দিল্লিতে চলছে নির্মাণ কাজ first appeared on KolkataTV.
The post সুপ্রিম নির্দেশকে থোড়াই কেয়ার, দিল্লিতে চলছে নির্মাণ কাজ appeared first on KolkataTV.