শওকত আলি, পুরুলিয়া: পুরুলিয়ায় (Purulia) উদ্ধার প্রচুর ভেজাল মশলা। সদর মহকুমা শাসকের নেতৃত্বে পুরুলিয়া শহরে গুঁড়ো মশলার কারখানায় হানা দেয় পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা (Enforcement Branch of the Police)। ভেজাল মশলা তৈরির রাসায়নিক রঙ সহ ক্ষতিকারক পদার্থ উদ্ধার করা হয়েছে।
পুরুলিয়া শহরের নামোপারার রথতলা এলাকায় একটি গুঁড়ো মশলা কারখানায় হানা দিয়ে প্রচুর রাসায়নিক রঙ, ধানের তুষ সহ বিষাক্ত পদার্থ উদ্ধার করা হয়েছে।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের অনুমান এইসব কারখানায় বিষাক্ত রাসায়নিক রঙ, ধানের তুষ ও নানা ধরনের অস্বাস্থ্যকর পদার্থ মিলিয়ে ভেজাল রান্নার গুঁড়ো মশলা তৈরি করা হত। একই সঙ্গে সেই ভেজাল মশলা বাজারে বিক্রি করে দেওয়া হত।
আরও পড়ুন: আদানির গ্রেফতারির দাবিতে ফের সোচ্চার রাহুল গান্ধী
এদিন এই অভিযানে পুরুলিয়া মহকুমা শাসক সদর উৎপল কুমার ঘোষ, ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি জীবনেশ রায় বলেন, রাসায়নিক রং, সহ বিভিন্ন বিষাক্ত পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই নমুনা ল্যাবে পাঠানো হবে। এদিন ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, পুরুলিয়া শহর জুড়ে একাধিক গুঁড়ো মশলার কারখানা রয়েছে। মাঝে মধ্যে অভিযোগ আসছিল সেইসব কারখানায় বিষাক্ত রাসায়নিক রং পদার্থ মিলিয়ে ভেজাল গুঁড়ো মশলা তৈরি করা হচ্ছে। এদিন সেই অভিযোগ খতিয়ে দেখতে ওই কারখানাগুলিতে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকরা। পুরো ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
দেখুন অন্য খবর:
The post পুরুলিয়ায় উদ্ধার প্রচুর ভেজাল গুঁড়ো মশলা সহ বিষাক্ত রাসায়নিক রঙ first appeared on KolkataTV.
The post পুরুলিয়ায় উদ্ধার প্রচুর ভেজাল গুঁড়ো মশলা সহ বিষাক্ত রাসায়নিক রঙ appeared first on KolkataTV.