ওয়েব ডেস্ক: মসনদে বসেই সাদাবাড়ির হুলিয়া বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যেই ঘোষণা করেছেন মন্ত্রিসিভা সদস্য তথা প্রশাসনিক কর্তাদের নাম। তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকির উদ্বিগ্ন ট্রাম্পের ঘনিষ্ঠমহল। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে একটি সভায় হামলা হয়েছিল খোদ প্রেসিডেন্টের উপর। ফলত, হুমকি হালকা ভাবে নেওয়া হচ্ছে না। ঘটনার তদন্তে নেমেছে এফবিআই।
এফবিআই সূত্রের খবর, ট্রাম্পের মন্ত্রিসভায় নির্বাচিত সদস্যদের মঙ্গলবার রাতে হুমকি দেওয়া হয়। বোমা হামলার পাশাপাশি ‘সোয়াটিং’ অর্থাৎ ভুয়ো ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, প্রশাসনিক কর্তাদের দেওয়া হুমকিগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। হুমকিদাতাদের সনাক্ত করে চলছে তদন্ত। যারা হুমকি পেয়েছেন তাদের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: দেশের হাল বেহাল! এই আবহে প্রধানমন্ত্রীর নাচ দেখে মাথায় হাত দেশবাসীর
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের রাষ্ট্রদূত হুমকি ফোন পেয়েছেন এলিস স্টেফানিক। এছারাও তালিকায় রয়েছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন। বাকিদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। কারা হুমকি দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ার জনসভায় প্রাণঘাতী হামলা হয় আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। একেবারে কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি।
দেখুন আরও খবর:
The post নিশানায় ট্রাম্প ঘনিষ্ঠ প্রশাসকরা! বোমা হামলার হুমকির অভিযোগ first appeared on KolkataTV.
The post নিশানায় ট্রাম্প ঘনিষ্ঠ প্রশাসকরা! বোমা হামলার হুমকির অভিযোগ appeared first on KolkataTV.