রাঁচি: দিল্লির (Delhi) ভয়ঙ্কর হত্যাকাণ্ড শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) মামলা এখনও দেশবাসীর মনে টাটকা। দেহের ৩৫ টুকরো করে দেহাংশগুলি ফ্রিজে ভরে বাকি অংশ জঙ্গলে ফেলে এসেছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। এবার সেই শ্রদ্ধা কাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে। লিভ ইন সঙ্গিনীর দেহ কুচিয়ে পথ কুকুরদের খাইয়ে দিল প্রেমিক।
হাড়হিম করা এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। লিভ ইন সঙ্গীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। পরে খুনের প্রমাণ লোপাট করতে সঙ্গিনীর দেহের ৪০ থেকে ৫০টি টুকরো করে পথ কুকুরদের খাইয়ে দেয় সে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) খুন্তি (Khunti) জেলায়।
বুধবারই বছর পঁচিশের অভিযুক্ত নরেশ ভেংরাকে (Naresh Bhengra) গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর লিভ ইন সঙ্গী গাঙ্গী কুমারীকে (Gangi Kumari) খুন করে ওই যুবক। খুনের আগে তাঁকে ধর্ষণও করে বলে অভিযোগ।
আরও পড়ুন: পৈশাচিক উল্লাস! দলিত যুবককে পিটিয়ে খুন মধ্যপ্রদেশে
২৪ নভেম্বর জোরদাগ গ্রামের কাছে একটি পথকুকুরের মুখে টুকরো করা দেহাংশ দেখে গ্রামবাসী। পুলিশে খবর দেন তারা। জঙ্গলে তল্লাশি শুরু হয়। তদন্তে নেমে পুলিশ জঙ্গলের বিভিন্ন জায়গায় থেকে দেহের টুকরো খুঁজে পায়। উদ্ধার হয়েছে একটি ব্যাগ। সেখান থেকে মিলেছে একটি আধার কার্ড। সেখান থেকেই মৃতার পরিচয় জানা যায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
জেরায় সে পুলিশকে জানিয়েছে, মৃত যুবতী ঝাড়খণ্ডেরই বাসিন্দা। তামিলনাড়ুতে পরিচয় হয়। কয়েক বছর ধরে তাঁরা লিভ ইন সম্পর্কে ছিল। সম্প্রতিই ওই যুবক ঝাড়খণ্ডে ফিরে অন্য এক যুবতীকে বিয়ে করে। কিছুদিন পর আবার তামিলনাড়ুতে ফিরে যান এবং লিভ ইন সঙ্গীকে কিছু না জানিয়ে তাঁর সঙ্গেই থাকতে শুরু করে। সত্য সামনে আসতেই ঝাড়খণ্ডে ফিরে আসেন ওই গাঙ্গী। অভিযুক্তও তার সঙ্গে আসে।
ওই যুবতীকে খুনের পরিকল্পনা করে সে। প্রথমে সে তাকে জানায় নিজের বাড়িতে নিয়ে যাবে। এর পর তাকে একটি জঙ্গলে নিয়ে আসে নরেশ। শ্বাসরোধ করে খুন করে, দেহের টুকরো করে সে। অভিযুক্ত মাংস কাটার ছুরি সঙ্গে নিয়ে গিয়েছিল।
খুন্তির পুলিশ সুপার আমন কুমার জানিয়েছেন, অভিযুক্ত মুরগির দোকানে কসাই হিসেবে কাজ করত। গলায় ওড়না পেঁচিয়ে খুন করে দেহ টুকরো করার কথা নিজের মুখে জানিয়েছেন সে। বিয়ের জন্য চাপ দেওয়ার জন্যই এই খুন বলে জানিয়েছে নরেশ ভেংরা।
দেখুন অন্য খবর:
The post লিভ ইন পার্টনারকে খুন, দেহের ৫০ টুকরো করে কুকুরদের খাইয়ে দিল প্রেমিক first appeared on KolkataTV.
The post লিভ ইন পার্টনারকে খুন, দেহের ৫০ টুকরো করে কুকুরদের খাইয়ে দিল প্রেমিক appeared first on KolkataTV.