নয়াদিল্লি: দুর্নীতির (Corruption) ইস্যু যে মানুষকে খুব বেশি নাড়া দিচ্ছে না ভোটে জনমতেই তার প্রতিফলন মিলছে বলে রাজনীতির কারবারিরা মনে করছেন। তাই শুধু মাত্র কর্পোরেট জগতের দুর্নীতি নয়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকা একশো দিনের কাজে টাকা বন্ধ হওয়া, মণিপুরের হিংসার মতো বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া দরকার। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে সেগুলিকেই গুরুত্ব দিতে চাইছে তৃণমূল (TMC)। কংগ্রেসের কথায় শুধু গৌতম আদানি ইস্যুতে সংসদ অচল করে দেওয়ার পক্ষে নয় মা-মাটি-মানুষের দল। এমনটাই বক্তব্য ঘাসফুল শিবিরের।
ইন্ডিয়া জোটে কংগ্রেসের দাদাগিরি যে মানবে না তৃণমূল তা বারবারই বুঝিয়ে দিয়েছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে ৯৯টি আসন পেয়ে কংগ্রেস খানিকটা উজ্জীবিত হলেও তৃণমূল লোকসভায় চতুর্থ বৃহত্তম দল। সংসদের দুই কক্ষে সাংসদ সংখ্যার নিরিখে তৃণমূলের গুরুত্ব আরও বেড়েছে। সংসদের শীতকালীন অধিবেশনের আগে বিরোধী জোটের বৈঠকও গরহাজির থেকেছেন তৃণমূল সাংসদরা। এবার তারা স্পষ্ট জানিয়ে দিল, চাপিয়ে দেওয়া ইস্যুর সমর্থনে সংসদের দুই কক্ষ অচল করে দেওয়ার পক্ষে নয় তারা। বরং সাধারণ মানুষের সমস্যাকে তুলে ধরা হবে। এমনভাবে তা তুলে ধরা হবে যাতে সংসদে সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য হয় সরকার।
আরও পড়ুন: সংবিধান হাতে লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা
আদানি ইস্যুতে লোকসভা মুলতুবিতে বিরক্ত তৃণমূল। তৃণমূলের লোকসভার সদস্য কাকলি ঘোষদস্তিদার এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, শুধু আদানি বিতর্ক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না কেন্দ্রবিরোধী লড়াই। সংসদের দুই কক্ষের কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এবং সরকার প্রশ্নের জবাব দিতে বাধ্য হয়, সেই ব্যবস্থা চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
দেখুন অন্য খবর:
The post আদানি ইস্যুতে সংসদ অচলের পক্ষে নয়, অধিবেশনে মানুষের সমস্যা তুলবে তৃণমূল first appeared on KolkataTV.
The post আদানি ইস্যুতে সংসদ অচলের পক্ষে নয়, অধিবেশনে মানুষের সমস্যা তুলবে তৃণমূল appeared first on KolkataTV.