নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) বিস্ফোরণ! বিকট শব্দে (Blast) কেঁপে উঠল উত্তর-পশ্চিম দিল্লি (North West Delhi)। বৃহস্পতিবার বেলা ১১.৪৮ নাগাদ উত্তর-পশ্চিম দিল্লির প্রশান্ত বিহার (Prashant Bihar) এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী সহ দিল্লি পুলিশের স্পেশাল সেল। ঘটনাস্থলে রয়েছে আধা সামরিক বাহিনী, এনএসজি কমান্ডো, বম্ব ও ডগ স্কোয়াড।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে সামান্য জখম হয়েছেন এক বাইক চালক। বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি।
সংসদ চলাকালীন এই বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র সরকার। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এই ঘটনার একমাস আগে দিল্লিতে এই রকমই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। প্রশান্ত বিহারের কাছে একটি সিআরপিএফ স্কুলের সামনে এই বিস্ফোরণ হয়। স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্থ হয়েছিল, তবে কোনও হতা-হতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: সংবিধান হাতে লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা
পুলিশ জানিয়েছে, আজকে এই বিস্ফোরণের ঘটনাটি একটি পার্কের সামনে হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাদা পাউডারের মতো কিছু উদ্ধার করেছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণের সময় পার্কের সামনে ছিলেন এক বাইক চালক। সামান্য জখম হয়েছেন তিনি।
দমকল বিভাগ জানিয়েছে, বেলা ১১.৪৮ নাগাদ আমাদের কাছে প্রশান্ত বিহারে একটি বিস্ফোরণের খবর আসে। আমাদের বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বম্ব ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে।
পুলিশ জানিয়েছে, গত মাসে আধা সামরিক বাহিনীর স্কুলের সামনে যেভাবে বিস্ফোরণ ঘটেছিল, সেই একই কায়দায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতা কম ছিল। ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর:
The post বিকট শব্দে কেঁপে উঠল দিল্লি, বিস্ফোরণে জখম বাইক চালক first appeared on KolkataTV.
The post বিকট শব্দে কেঁপে উঠল দিল্লি, বিস্ফোরণে জখম বাইক চালক appeared first on KolkataTV.