নয়াদিল্লি: সাইবার প্রতারণায় তদন্ত করতে গিয়ে হামলার শিকার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির (Delhi) বিজবাসন এলাকায়। জানা গিয়েছে, ইডির আধিকারিকরা হানা দিলে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্ত ও তার ভাই। এই ঘটনায় একজন বরিষ্ঠ আধিকারিক সামান্য আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরশাহির (UAE) একটি মোবাইল অ্যাপলিকেশনের প্রতারণা সংক্রান্ত মামলায় এফআইআর দায়ের করেছিল ইডি। অভিযুক্ত হয়েছিল অশোক শর্মা নামে এক ব্যক্তি এবং তার ভাই। ইডির দলের উপর তারাই আচমকা হামলা চালায় যার দলে এক আধিকারিক আহত হন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: সংবিধান হাতে লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা
ইডি সূত্রে খবর, কিউআর কোড, পার্টটাইম কাজ ইত্যাদির মাধ্যমে দেশজুড়ে হাজার হাজার সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। তদন্তে দেখা গিয়েছে, প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ ১৫,০০০-এর বেশি ভুয়ো ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়েছে। ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বিপুল টাকা চলে যাচ্ছিল আমিরশাহির অ্যাপটিতে। ইডি সূত্র বলছে, ওই অ্যাপ সেই অর্থ খরচ করে ক্রিপ্টোকারেন্সি কিনছিল। গোটা নেটওয়ার্ক চালাচ্ছিল গোলমেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা। তল্লাশি এখনও চলছে।
দেখুন অন্য খবর:
The post তদন্তে গিয়ে হামলার শিকার ইডি আধিকারিকরা! first appeared on KolkataTV.
The post তদন্তে গিয়ে হামলার শিকার ইডি আধিকারিকরা! appeared first on KolkataTV.