কলকাতা: সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেও হাজিরা দিলেন না শেখ শাহজাহাান। ২৯ জানুয়ারি অর্থাৎ সোমবার সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতার ইডি দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল। ২৪ দিন পর তাঁকে প্রকাশ্যে দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। তবে এদিন ইডির তলবে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে দেখা গেল না শাহজাহানকে। এমনকী সশরীরে হাজিরা না দিলেও আইনজীবী মারফত কোনও নথিপত্র তদন্তকারীদের কাছে পাঠাননি তৃণমূল নেতা।
আজ শাহজাহান ইডি দফতরে হাজিরা দেবেন কি না তা নিয়ে সংশয় ছিল। শাহজাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, ইডি দফতরে হাজির হলে গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। তাই অন্য কোনওভাবে আত্মসমর্পণ তিনি হাজিরা দেবেন কি না সে বিষয়ে নজর থাকবে সকলের।
আরও পড়ুন: আতঙ্কে শাহজাহানের গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরা
গত ৫ জানুয়ারি থেকেই শাহজাহানের কোনও সন্ধান নেই। ইডির অমুমান, তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন। সন্দেশখালিতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে গত বুধবার সকালে শাহজাহানের (Seikh Sahajahan) বাড়িতে তল্লাশি অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসাররা। যদিও তল্লাশি অভিযানের পর কার্যত খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
দেখুন আরও অন্যান্য খবর: