কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination 2024) প্রথমদিনই প্রশ্নফাঁস (Question Paper Out)। আঁটসাঁট পদক্ষেপের পরও পরীক্ষা শুরুর পরই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নপত্রের ছবি। প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র। আসল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে হুবহু মিলে গিয়েছে ভাইরাল হওয়া প্রশ্ন। জানা গিয়েছে, মালদহ থেকে ছড়িয়েছিল এই ছবি। ইতিমধ্যেই এক ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে পর্ষদ। মালদহের দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: রাজ্যের বকেয়ার দাবিতে রেড রোডে ধরনায় মমতা
ফিবছরই মাধ্যমিকের প্রশ্ন পরীক্ষার আগেই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেই সম্ভাবনা এড়াতে এ বছর বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ ফাঁদ পেতে ছিল পর্ষদ।মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষক একটি বক্তব্য রাখবেন, যেখানে বলা হয়েছে, প্রশ্নপত্রের প্রতি পাতায় ক্রমিক নম্বরের কোড লুকানো অবস্থায় আছে। যদি কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তোলে, তাহলে তার প্রশ্নপত্রের ভিতরে লুকানো কোড সহজেই তাকে চিনিয়ে দেবে। এমনকী ওই পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা এ বছরের জন্য বাতিল করা হবে। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। শুক্রবার মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি প্রশ্নের ছবি।
আরও অন্য খবর দেখুন