কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। শুক্রবার সকালে তদন্তকারীদের একটি দল হানা দিয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার রাজীব দের নাকতলার বাড়িতে। কেবল নাকতলাই নয়, শহরের মোট পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। তল্লাশি চলছে বাঁশদ্রোণীর একটি বাড়িতেও। ইডি সূত্রে খবর, ওই বাড়িটিও রাজীবের মালিকানাধীন। পাশাপাশি রাজীবের একটি ফ্ল্যাটেও হানা দিয়েছে তদন্তকারীরা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে রাজীব দের নাম তদন্তকারীদের হাতে আসে। তদন্তের সূত্রেই বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে পার্থের সঙ্গে ওই প্রোমোটারের ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: প্রয়াত তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি