কলকাতা টিভি ওয়েবডেস্ক: ম্যাচের মাঝে তা সম্ভব নয়| তবে ম্যাচ শেষে সেই ঘটনা ঘটতেই পারে| ম্যাচের পর স্কটিশ ড্রেসিংরুমে বিরাট কোহলিকে আমন্ত্রন স্কটল্যান্ড অধিনায়কের| ক্রিকেটের পরামর্শ পেতে চায় তাঁর থেকে সকলে|
টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার কোনও আশাই তাদর নেই| তবুও গ্রুপপর্বে তাদের দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছিল সকলেরই| শুক্রবার সেই স্কটল্যান্ড খেলত নামছে ভারতের বিরুদ্ধে| প্রতিপক্ষ শিবিরে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো নাম রয়েছে| লড়াই চালানোর কথা বললেও, ম্যাচ জেতা যে খুবই কঠিন বিষয় তা ভালভাবেই জানেন তিনি|
ক্রিকেটের মঞ্চে তারা একেবারেই নতুন| তাই তো তারকাদের থেকে শিখতে চাইছে স্কটিশ বাহিনী| আর বিরাট কোহলির মতো তারকাকে যে এত সামনে থেকে পাচ্ছে তারা, সেই সুযোগ কোনওমতেই হাতছাড়া করত চাননা স্কটল্যান্ডের অধিনায়ক কোয়েতজার| ম্যাচের শেষে তাদের ড্রেসিংরুমে এসে বিরাট কোহলিকে পরামর্শ দেওয়ার আমন্ত্রন জানালেন স্কটিশ অধিনায়ক|
ম্যাচের আগে এক সংবাদসংস্থাকে সাক্ষাতকার দেওয়ার সময় তিনি জানান, ‘ক্রিকেটের মঞ্চে তারা হল আদর্শ| তাই তো আমরা চাই ম্যাচ শেষে বিরাট কোহলি যদি আমাদের ড্রসিংরুমে এসে দলের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে, তাতে আগামীদিনের জন্য আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে’|
শুধু এটুকুই নয়| এই প্রথমবার ভারতের বিরুদ্ধে নামবে স্কটল্যান্ড| বিরাট কোহলির বিরুদ্ধে টস করবেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েতজার| এখন থেকেই উচ্ছ্বসিত তিনি সেই মুহূর্তের জন্য|