কলকাতা টিভি ওয়বডেস্ক: টি টোয়েন্টির পর বিরাট কোহলি কী একদিনের অধিনায়কত্বও ছাড়তে চলেছেন? না তিনি কিছু বলেননি| কিন্ত হঠাত্ই এই আলোচনা তুঙ্গে| কারণ সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী| বিরাট কোহলির একদিনের অধিনায়কত্ব ছাড়া নিয়ে এমনই এক ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী|
গত সেপ্টেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি| বলেছিলেন এই বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়বেন তিনি| কারণ হিসাবে বলেছিলেন মানসিক চাপ ও ওয়ার্কলোড কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট|
আর সেই প্রসঙ্গ টেনেই শাস্ত্রীর এমন মন্তব্য| টি টোয়েন্টির মতো একদিনের অধিনায়কত্বও ছড়ে দিতে পারেন বিরাট কোহলি| যদিও এখনই সেই সিদ্ধান্ত না জানালেও, বেশ কয়েকদিনের মধ্যে তা জানিয়েও দিতে পারেন কোহলি| মনে করছেন শাস্ত্রী|
টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সময়ই বিরাটের মুখে ওয়ার্কলোডের কথা শোনা গিয়েছিল| তিনি ক্রিকেটের দিকে বেশি মনযোগ দিতে চান| আর সেই কথা ধরেই শাস্ত্রী মনে করেন, নিজের ছন্দ ধরে রাখার জন্য বিরাট কোহলি যে কোনও সিদ্ধান্তই নিতে পারেন|
টেস্ট তাঁর হাত ধরেই দীর্ঘ পাঁচবছর ভারত শীর্ষস্থানে ছিল| টেস্ট ক্রিকেট বিরাট কোহলির অন্যতম প্রিয়| তাই হয়ত বিরাট কোহলি এখনই টেস্টের অধিনায়কত্ব ছাড়বেন না| কিন্তু ওয়ার্কলোডের কতা মাথায় রেখে একদিনের অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি| মনে করছেন শাস্ত্রী|
ভারতীয় দলে দ্বিতীয়বার কোচ হওয়ার পর শাস্ত্রী-কোহলির জুটি সবচেয়ে বেশি জমেছিল| কোহলির পছন্দের কোচেদের মধ্যে অন্যতম ছিলেন রবি শাস্ত্রী| রবি শাস্ত্রী সরাসরি না বললেও, বিরাটের মনের কথার একটা ইঙ্গিত হয়ত দিয়ে রাখলেন|