কলকাতা: গত ২২ মার্চ সৃজিৎ মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) হাত ধরে কলকাতায় ফিরেছেন মহানায়ক উত্তম কুমার। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অতি উত্তম’ (Oti Uttam)। মহানায়কের পর এবার ফিরছেন মহানায়িকা।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
হ্যাঁ ঠিকই পড়ছেন, নিজেরই জন্মবার্ষিকীতে একরাশ স্মৃতিকে সম্বল করেই বাঙালির জীবনে ফিরছেন মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)। আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে মহানায়িকাকে নিয়ে ICCR কলকাতার (ICCR Kolkata) অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজন করা হচ্ছে এক বিশেষ প্রদর্শনী। যার নাম ‘সুচিত্রা’।
আরও পড়ুন: ‘গুরুকে নিয়ে ব্যব সা বন্ধ হোক’, ‘অতিউত্তম’ দেখে ক্ষুব্ধ ভাস্কর!
জানা যাচ্ছে, আগামী ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনী (Exhibition)। এই প্রদর্শনীতে থাকবে ঘর ভর্তি সুচিত্রা সেন অভিনীত ছবির অরিজিনাল পোস্টার। দেখা যাবে তাঁর ছবির বুকলেট, গানের বই। অভিনয় জীবনের বাইরে একবারই গান রেকর্ড করেছিলেন মহানায়িকা। থাকবে সেই রেকর্ডও। মহানায়িকার স্মৃতি বিজড়িত বিজ্ঞাপন, ম্যাগাজিন কভার, ফিল্ম স্টিলসও দেখা যাবে এই প্রদর্শনীতে। মা-কে নিয়ে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন সুচিত্রা কন্যা অভিনেত্রী মুনমুন সেন (Moon Moon Sen)।
আরও খবর দেখুন