কলকাতা: চাপ কিংবা চ্যালেঞ্জ| কোনওদিনই নিতে পিছপা হননি তিনি| মাঠের লড়াই হোক অথবা প্রশাসনিক কাজ| সৌরভ গঙ্গোপাধ্যায় সবসময়ই ফুল মার্কস পেয়ে উতরে গিয়েছেন| এবারও যে তার অন্যথা হবে না, তা নতুন দায়িত্ব পেয়েই বলে দিলেন তিনি| বোর্ড এবং আইসিসির দুই দায়িত্বই সঠিকভাবে চালাতে পারবেন সৌরভ|
ক্রিকেটারের পর প্রশাসক সৌরভও যথেষ্ট সফল| সিএবি সভাপতি থেকে বোর্ড সভাপতি| সাফল্যের গ্রাফটা ক্রমশই উর্ধ্বমুখী তাঁর| কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে উঠেছে নতুন পালক| আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়েছেন তিনি|
একদিকে বোর্ড সভাপতি| সেইসঙ্গে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান| দুই গুরুদায়িত্ব তাঁর মাথায়| যদিও সৌরভ অবশ্য সব চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত| ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের প্রস্তুতি দেখতে শুক্রবার ইডেনে এসেছিলেন তিনি| সেই সময়ই এই প্রশ্নের উত্তর দিয়ে গেলেন সৌরভ| তিনি জানান, ‘আইসিসির ক্রিকেট কমিটির দায়িত্ব সামলাতে কোনও সমস্যা হবে না| সঠিক ভাবেই সামলে নেব’|
এতদিন এই দায়িত্ব সামলে এসেছেন অনিল কুম্বলে| এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে সেই দায়িত্ব| নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় কেমনভাবে সাফল্য পান সেটাই দেখার|