কলকাতা: কয়েকদিন আগেই পরিচালক অভিজিৎ পাল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ক্যানসারে আক্রান্ত ‘ভূতের ভবিষ্যৎ’ (Bhooter Bhabishyat) খ্যাত বর্ষীয়ান অভিনেতা উদয় শংকর পাল (Uday Shankar Paul)। গত সোমবার রাতে আর্টিস্ট ফোরামের সহযোগিতায় বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিজিৎ কলকাতা টিভিকে জানিয়েছিলেন, আর্টিস্ট ফোরাম বিশেষ করে পরিচালক অনীক দত্ত (Anik Dutta), অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh), শৈবাল মিত্র, সুমিত সমাদ্দাররা না থাকলে উদয় বাবুকে হাসপাতালে ভর্তি করা যেত না।
পরিচালক অনীক দত্ত আমাদের জানিয়েছিলেন, “দেবদূতের (অভিনেতা দেবদূত ঘোষ) চেষ্টায় বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চিকিৎসা শুরু হয়েছে। তবে আমি চেষ্টা করছি যাতে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে ওঁকে (উদয়বাবুকে) নিয়ে যাওয়া যায়, কারণ আমি যতটা জানি ওখানের অঙ্কোলজি ডিপার্টমেন্টটা বেশি ভালো।” উদয়বাবুর চিকিৎসার জন্য ফান্ড রেইজিং-এর চেষ্টার কথাও জানিয়েছিলেন পরিচালক।
আরও পড়ুন: বিদায়… ইন্ডাস্ট্রি ছাড়ছেন রূপঙ্কর!
অবশেষে পরিচালক অভিজিৎ পালের তৎপরতায় এবং সকলের উদ্যোগে উদয় বাবুর চিকিৎসার স্বার্থে ফান্ড রেইজিং-এর কাজ শুরু হল। এই উদ্যোগটি পরিচালক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, “আমরা প্রত্যেকেই জানি, অভিনেতা উদয় শঙ্কর পাল, লাং ক্যান্সারে আক্রান্ত। আর্থিক অভাব ও একাকিত্ব এই মুহূর্তে উদয়দার সঙ্গী। এই মুহূর্তে তাঁর প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসার। তাই আমরা, আমাদের প্রিয় অভিনেতা উদয় শংকর পালের চিকিৎসার জন্য একটি ফান্ড রেইজিং-এর চেষ্টা করছি। আমরা এই মর্মে সকলকে অবগত করলাম।”
পরিচালকের সঙ্গে এই উদ্যোগে সামিল হয়েছেন, পরিচালক সন্দীপ রায় (Sandip Ray), অনীক দত্ত, সঙ্গীতশিল্পী লগ্নজিতা (Lagnajita Chakraborty), বিশিষ্ট সাংবাদিক নির্মল ধর, দেবদূত ঘোষ, জিতু কমল, সুমিত সমাদ্দার, দেবলীনা দত্ত, উৎসব মুখোপাধ্যায়, দেবাশিস রায় সহ আরও বিশিষ্টজনেরা।
আরও খবর দেখুন