কলকাতা টিভি ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কানপুরে প্রথমবার ভারতীয় টস্ট দলের জার্সি পরে মাঠে নেমেছিলেন শ্রেয়স আইয়ার| সুনীল গাওস্করের হাত থেকে টেস্ট ক্যাপ ওঠে তাঁর মাথায়| টি টোয়েন্টিতে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, টেস্টের মঞ্চে তিনি নেমেই সফল| রাহুল দ্রাবিড় যে ভুল করেননি, তা কানপুরের বাইশগজে নেমে প্রমান করে দিলেন তিনি|
ভারতীয় দলের হয়ে প্রথম দিনের শেষে নায়ক শ্রেয়স আইয়ার| আর ম্যাচ শেষেই টি টোয়েন্টি অধিনায়কের প্রশংসা কুড়িয়ে নিলেন শ্রেয়স| তাঁর টেস্ট কেরিয়ারের এমন শুরুটাতে অত্যন্ত খুশি রোহিত শর্মা|
Good start to the test career @ShreyasIyer15 ?
— Rohit Sharma (@ImRo45) November 25, 2021
পুজারা, রাহানে আউট হয়ে ফিরে যাওয়ার পর একসময় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত| সেই জায়গা থেকে ভারতকে ঘুরে দাঁড় করান তিনি| তাঁর দুরন্ত পারফরম্যান্সে কিউইরা ফের ব্যাকফুটে যেতে বাধ্য হয়|
অভিষেক টেস্টেই অর্ধশতরান| প্রথম দিনের শেষে তাঁর রান ৭৫| ধৈর্যশীল ইনিংসের পাশাপাশি, সাউদি, জেমিসনদের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেটও খেলেছেন তিনি| শ্রেয়স আইয়ারের গোটা ইনিংসে রয়েছে ৭টা বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারি|
অভিষেকেই শ্রেয়সের এমন একটা ইনিংস দেখে আপ্লুত সকলে| এখন শুধুই শ্রেয়স আইয়ারের থেকে সঞ্চুরি আসে কিনা সেটাই দেখার|