কলকাতা টিভি ওয়েবডেস্ক: বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ ঋষভ পন্থের জন্য| প্রয়াত তাঁর কোচ তারক সিনহা| সেই খবরেই ভেঙে পড়েছেন এই মুহূর্তে ভারতের অন্যতম তারকা উইকেট কিপার| শনিবার ফুসফুসের সক্রমণে মারা যান দিল্লির এই তারকা কোচ|
এর আগে বিভিন্ন জায়গাতেই তারক সিনহার কথা উঠে এসেছে ঋষভ পন্থের মুখে| তিনি শুধু পন্থের কোচই নন, তাঁর বাবার মতোই ছিলেন| ঋষভ পন্থের জীবনে সবচেয়ে বড় মোটিভেটরও ছিলেন তারক সিনহাই|
সেই তারকা কোচই প্রয়াত হয়েছেন শনিবার| ভেঙে পড়েছেন ঋষভ পন্থ| শেষ দেখা পেলেন না| বিশ্বকাপের মঞ্চ থেকেই তাঁর সবচেয়ে কাছের লোকের জন্য শ্রদ্ধাজ্ঞাপন করলেন ঋষভ পন্থ| তিনি টুইটে লেখেন, ‘আমার মেন্টর, কোচ এবং মোটিভেটরকে হারালাম আজ| তাঁর কাছে ছেলের মতো ছিলাম আমি| এই খবরে সত্যিই খুব কষ্টের আমার কাছে| যেখানেই থেকো ভাল থেকো’|
My mentor, coach, motivator, my biggest critic and my greatest fan. You took care of me like your son, I am devastated.? You will always be with me whenever I walk out onto the field. My heartfelt condolences & prayers. May your soul rest in peace, Tarak sir. ?️? pic.twitter.com/kLE7qlKMXK
— Rishabh Pant (@RishabhPant17) November 6, 2021
শুধু ঋষভ পন্থ কেন| তারক সিনহার হাত ধরে ভারতী ক্রিকেটে উঠে এসেছেন একের পর এক তারকা| তাঁর তত্ত্বাবধানে খেলেছেন শিখর ধওয়ান| মনোজ প্রভাকর উঠে এসেছেন তাঁর ধরে| এছাড়াও তারক সিনহা কোচিং করিয়েছেন অজয় শর্মা, অতুল ওয়াসেনরা|
২০১৮ সালে দ্রোনাচার্য পুরষ্কার পেয়েছিলেন তিনি| সেই তারক সিনহাই ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন|