কলকাতা টিভি ওয়েবডেস্ক: ঘোষণাটা আগেই হয়ে গিয়েছিল| অপেক্ষাটা ছিল দেশের তৃতীয় সর্বোচ্চ পুরষ্কারটা হাতে পাওয়ার| সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে পদ্মভূষণ পেলেন পিভি সিন্ধু| সেইসঙ্গেই জাতীয় পুরষ্কার জয়ের বৃত্তটাও সম্পূর্ণ হল এই তারকা শাটলারের|
ব্যাডমিন্টন কোর্টে সিন্ধুর অবদান অনস্বীকার্য| ২০১৬ সালে প্রথম ব্যাডমিন্টন তারকা হিসাবে জিতেছিলেন অলিম্পিকে রুপো| এরপর বিশ্ব ব্যাডমন্টন চ্যাম্পিয়ন| ২০২০ সালের টোকিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছেন সিন্ধু|
পেয়েছেন পদ্মশ্রী| খেলরত্নও উঠেছে তাঁর হাতে| এবার পদ্মভূষণ পেলেন হায়দরাবাদের ২৬ বর্ষীয় তরুণী পিভি সিন্ধু| আর তাতেই আপ্লুত তিনি| এদিনই ভারতের ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দিলেন বিশেষ উপহারও|
President Kovind Padma Bhushan to Kum. P.V. Sindhu for Sports. A leading Indian badminton player, she is the first Indian ever to become a badminton world champion. She has also won the silver medal at Rio Olympics. pic.twitter.com/32v07Hfd6H
— President of India (@rashtrapatibhvn) November 8, 2021
শুধু পিভি সিন্ধুই নন| পদ্ম পুরষ্কার উঠেছে আরও কয়েকজন তারকার হাতে| ভারতের দ্বিতীয় টেবিল টেনিস তারকা হিসাবে পদ্মশ্রী পুরষ্কার পেলেন বাংলার মৌমা দাস| কমোনওয়েলথে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি| আর এই পুরষ্কারটাই তাঁর আত্মবিশ্বাসটা যেন আরও বাড়িয়ে দিচ্ছে|
একইসঙ্গে ভারতীয় মহিলাদের হয়ে ২০০টি ম্যাচ খেলেছেন রাণী রামপাল| অলিম্পিকেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি| সেই রাণী রামপাল পেলেন পদ্মশ্রী| একই সম্মান পেলেন ভারতীয় ফুটবলের দুর্গা বেমবেম দেবীও|
ছবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নসিপ জিতেছেন মেরি কম| পদ্মবিভূষণ পুরষ্কারে সম্মানিত হন মণিপুরের তারকা বক্সার মেরি কম| রাষ্ট্রপতির হাত থেকে এই বিশেষ পুরষ্কার পেয়ে গর্বিত তিনি| পরবর্তী কালে এই সম্মানই আরও সকলকে উদ্বুদ্ধ করবে বলেই মনে করেন তিনি|