মুম্বই: রামমন্দির উদ্বোধনে (Ram Mandir Inauguration) নাকি দক্ষিণী তারকা প্রভাস (Prabhas) ৫০ কোটির অনুদান দিচ্ছেন। বিষয়টা জানাজানি হওয়ার পর থেকে নেটপাড়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, সুপার ফ্লপ ‘আদিপুরুষ’ বিতর্কে প্রলেপ লাগাতেই এমন উদ্যোগ অভিনেতার। আসল বিষয়টা হল, অন্ধ্রপ্রদেশের বিধায়ক চিরলা জাগিরেড্ডি জানিয়েছিলেন, ২২ তারিখে রামমন্দির উদ্বোধন উপলক্ষে দর্শনার্থীদের খাওয়ার খরচের দায়িত্ব নিয়েছেন প্রভাস।
যদিও রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন প্রভাস আদৌ নিমন্ত্রিত কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। শোনা যাচ্ছে, ‘আদিপুরুষ’-এর সময় থেকেই নাকি দক্ষিণপন্থী সংগঠনগুলির রোষের মুখে পড়েন তিনি। অনেকেই ভেবেছিলেন, সেই কারণেই হয়তো অনুদানে দিচ্ছেন অভিনেতা। তবে তেমনটা একেবারেই করছেন না তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, বিষয়টা একেবারেই ঠিক নয়, পুরোটাই রটনা।
আরও পড়ুন: ভূস্বর্গে এবার সৃজিতের ফেলুদা!
প্রসঙ্গত, ‘সালার’-এর ব্যাপক সাফল্যের পর সম্প্ৰতি আগামী ছবির নাম ঘোষণা করেছেন রেবেল স্টার (Rebel Star)। মারুতির (Maruthi Dasari) পরিচালনায় আসছে প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ (The Raja Saab)। রোম্যান্টিক হরর ঘরানার মনোরঞ্জক ছবিতে এবার দেখা যাবে প্রভাসকে। ‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’ ব্যানারে আসবে এই ছবি। প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে এটি। তামিল, কন্নড়, মালয়লি, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে ছবিটি।
আরও খবর দেখুন