কলকাতা টিভি ওয়েবডেস্ক: আবারও একটা দুরন্ত পারফরম্যান্স| বাংলাদেশের ঘরের মাঠেই তাদের হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের| দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে, জয়ের ধারা অব্যহত রেখেই এগিয়ে চলেছে পাকিস্তান|
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আসা থেকেই একের পর এক চমক দেখিয়েছিল পাকিস্তান| গ্রুপপর্বের একটিও ম্যাচ না হেরে পৌঁছেছিল সেমিফাইনালে| যদিও অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের|
কিন্তু সেই মঞ্চ থেকেই ঘুরে দাঁড়ানোর কথা শোনা গিয়েছিল বাবর আজমদের মুখে| হারলেও ভেঙে পড়তে তারা নারাজ ছিল| তরুণ পাকিস্তান দল সেই জেদ ধরেই এগিয়ে চলেছে| বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং ও বোলিংয়ে ফের বিধ্বংসী পারফরম্যান্স পাকিস্তানের|
টস জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ| কিন্তু পাকিস্তান বোলারদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ হলেও, সেভাবে এঁটে উঠতে পারেননি তারা| জোড়া উইকেট শাহিন, শাদাব খানের| ১০৮ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ|
সহজ লক্ষ্য থাকলেও, খুব একটা সহজে অবশ্য ম্যাচ জেতেনি পাকিস্তানও| ম্যাচ গড়ায় ১৮ ওভার পর্যন্ত| খারাপ পিচের জন্য একটু বেশিই সাবধানী ছিলেন পাক ব্যাটসম্যানরা ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখার ফাখর জামন| তিনি করেন ৫৭ রান| সঙ্গে রিজওয়ানের ৩৯ রান| ১৮.১ ওভারেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান| সেইসঙ্গে সিরিজও তাদের পকেটে|