কলকাতা টিভি ওয়েবডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের আসর| রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া| এবারও ভারতীয় দলের সাজঘরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি| দিনটা ৩১ অক্টোবর| টিম ইন্ডিয়ার সাজঘরে থাকলেও, এখন তিনি মেন্টর| ১৬ বছর আগের এই দিনটিতেই কেরিয়ারের অন্যতম রেকর্ডটা গড়েছিলেন ক্যাপ্টেন কুল|
জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের সিরিজ| এইদিনেই একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন মাহি| দুর্ধর্ষ সঙ্গাকারাদের বিরুদ্ধে ১৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে, ভারতের জয় এনে দিয়েছিলেন তিনিই| নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বোর্ডের সাইটে সেই ম্যাচেরই ঝলক| সম্মান জানানো হল মাহিকে|
1⃣8⃣3⃣* Runs
1⃣4⃣5⃣ Balls
1⃣5⃣ Fours
1⃣0⃣ Sixes#OnThisDay in 2005, @msdhoni went berserk against Sri Lanka to notch up his highest ODI score. ? ? ? ? #TeamIndiaWatch that sensational innings ? ? pic.twitter.com/FgMEhzmXet
— BCCI (@BCCI) October 31, 2021
তখনও তিনি অধিনায়ক হননি| ভারতীয় দলের ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়| প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিল ২৯৮ রান| শুরুতেই সচিন তেন্ডুলকর আউট| ফাস্টডাউনে নেমেছিলেন ধোনি| আর সেটাই যেন তাঁর জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট|
শ্রীলঙ্কার বিরুদ্ধে রাজস্থানের মাঠে সেদিন ঝড় তুলেছিলেন তিনি| ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মাহি| চামিন্ডা ভাস, দিলহারা ফার্ণাণ্ডো এবং মুরলীথরণদের মতো তারকা বোলারদের বিরুদ্ধে বাইশগজে শাসন চালিয়েছিলেন ধোনি|
১৮৩ রানের ইনিংসে ছিল ছয় ও চারের বন্যা| ১২০ রানই এসেছিল বাউন্ডারি ও ওভারবাউন্ডারি দিয়ে| গোটা ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার এবং ১০টি ছয় দিয়ে| মাঝে কেটে গিয়েছে ১৬টা বছর| সেই ধোনি এখন ভারতীয় দলের মেন্টর| তাঁকেই বিশেষ সম্মান প্রদর্শন বোর্ডের|