কলকাতা টিভি ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মতো নাম| তারকাখচিত ভারতীয় দল| কিন্তু আইসিসির সেরা একাদশে তাদের কারোরই জায়গা হল না| দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার ক্রিকেটারদের জায়গা হলেও, অধিনায়ক বাবর আজমের আইসিসির সেরা দলে নেই একজনও ভারতীয় ক্রিকেটার|
টি টোয়েন্টি বিশ্বকাপ হোক একদিনের বিশ্বকাপ| ফাইনাল হওয়ার পরই সেরা একাদশ গঠন করে আইসিসি| সেখানে অংশগ্রহনকারী দলগুলো থেকে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদেরই বেছে নেওয়া হয় সেই দলের জন্য| সেই তালিকাতেই আইসিসির জুরি একজনও ভারতীয়কে রাখেনি| কোহলি থেকে রোহিত, লোকেশ রাহুল, বুমরাদের মতো একজন তারকারও নাম উঠল না সেই তালিকাতে|
The @upstox Most Valuable Team of the Tournament has been announced ?
Does your favourite player feature in the XI?
Read: https://t.co/J3iDmN976U pic.twitter.com/SlbuMw7blo
— ICC (@ICC) November 15, 2021
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চূড়ান্ত খারাপ পারফরম্যান্স দেখিয়েছে ভারত| পাকিস্তান, নিউজিল্যান্ডর কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব টপকাতে পারেনি টিম ইন্ডিয়া| শেষ তিনম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না|
কয়েকদিন আগেই আইসিসির র্্যাঙ্কিংয়ে আট নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি| আর এবার তো আইসিসির সেরা একাদশে কোনও ভারতীয়রই জায়গা হল না| যদিও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাও সেমিফাইনালে পৌঁছতে পারেনি| কিন্তু সেই দল থেকে আইসিসির সেরা একাদশে ক্রিকেটাররা জায়গা পেয়েছেন| কিন্তু ভারতের একজনকেও পছন্দ হয়নি আইসিসির জুরির|
আর সেই সেরা একাদশের অধঝিনায়ক পাক ক্রিকেট দলের তারকা বাবর আজম| টুয়েলভথ ম্যানও এসেছে পাকিস্তান থেকেই| শাহিন আফ্রিদি| একে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়, সেইসঙ্গে আইসিসির সেরা একাদশেও জায়গা না মেলা| সব মিলিয়ে একের পর এক ধাক্কা খেয়েই চলেছে টিম ইন্ডিয়া|