কলকাতা টিভি ওয়েবডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ| সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান| সেইম্যাচে নামার আগে অবশেষে স্বস্তি| পুরোপুরি ফিট দলের প্রধান দুই তারকা শোয়েব মালিক ও মহম্মদ রিজওয়ান| অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খলতে পারবেন দুজনই|
ম্যাচের একদিন আগে হঠাত্ই পাকিস্তান শিবিরে অস্বস্তির আবহের সৃষ্টি হয়| পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতিতে নামার পরই শুরু হয়েছিল একটা নতুন জল্পনা| অনুপস্থিত ছিলেন এই মুহূর্তে পাক শিবিরের অন্যতম প্রধান ভরসা মহম্মদ রিজওয়ান| সেইসঙ্গে শোয়েব মালিকও|
পরে জানা যায় হাল্কা জ্বর থাকায় বুধবার পাকিস্তানের অনুশীলনে নামতে পারেননি রিজওয়ান ও মালিক| সেমিফাইনালের মঞ্চে দুই তারকার খেলা নিয়েও দেখা দেয় আশঙ্কা| এই পরিস্থিতিতে জ্বর| হঠাত্ করেই চিন্তায় পড়ে গিয়েছিলন সকলে|
এরপরই অবশ্য দুই তারকার করনা পরীক্ষা করা হয়| রিপোর্ট এলেই স্বস্তি ফেরে পাকিস্তান শিবিরে| দুই ক্রিকটারেরই রিপোর্ট নেগেটিভ| সেইসঙ্গে বৃহস্পতিবার একেবারে সুস্থও হয়ে উঠেছেন রিজওয়ান এবং শোয়েব মালিক|
বাবর আজমের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের ওপেনিংয়ের প্রধান ভরসা রিজওয়ান| ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি| শুধু তাই নয় বাকি বিশ্বকাপেও নজর কেড়েছেন সকলের| সেই রিজওয়ান যদি খেলতে না পারে, তবে চিন্তা বাড়াটাই স্বাভাবিক|
যদিও সমস্ত চিন্তা শেষে, বৃহস্পতিবার বাবরের সঙ্গে মাঠে নামার জন্য প্রস্তুত এখন মহম্মদ রিজওয়ান|