কলকাতা টিভি ওয়েবডেস্ক: বার্সেলোনা ছেড়ে প্যারি সাঁজায় এসেছেন| প্রায় ১৭ বছরের সম্পর্ক শেষপর্যন্ত ছিন্ন করেছেন লিওনেল মেসি| শেষের দিকে ক্লাবের সঙ্গে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা হয়ছে তাঁর| তাই ছোটবেলার ক্লাব, ঘর ছেড়ে শেষপর্যন্ত নিজের গন্তব্য করেছেন প্যারিসকেই| কিন্তু সত্যিই কী বার্সাকে ভুলতে পেরেছেন মেসি|
উত্তরটা হয়ত না| পিএসজির জার্সি গায়ে চাপালেও, লিওনেল মেসির মনে এখনও সেই বার্সেলোনাই| প্যারি সাঁজার সঙ্গে সম্পর্ক শেষ হলে, আবারও সেই বার্সেলোনাতেই ফিরতে চান মেসি| পরিবার নিয়ে সেখানেই থাকতে চান|
এই মরশুমের শুরুর আগে থেকে সবচেয়ে বেশি জল্পনা ছিল লিওনেল মেসির গন্তব্য নিয়ে| বার্সেলোনার সঙ্গে শেষপর্যন্ত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছিলেন তিনি| বিদায়ের দিনই ক্লাবের সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সকলকে জানিয়েছিলেন মেসি| চলতি মরসুমের জন্য বার্সা তাঁকে রাখতে চাইলেও, বেতন অর্ধেকে নামিয়ে দিতে চেয়েছিল| এছাড়াও বহু শর্ত রাখা হয়েছিল তাঁর সামনে|
এছাড়া লাপোর্তের সঙ্গেও বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়েছিলেন তিনি| শেষপর্যন্ত চোখের জলেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা নিতে হয়েছিল মেসিকে| কিন্তু বার্সাকে আজও ভুলতে পারেননি তিনি| তাই তো এখনও সেই বার্সার দিকে চেয়েই বসে রয়েছেন মেসি|
প্যারি সাঁজার সঙ্গে চুক্তি শেষ হলে, ফের তিনি পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরে যাবেন| সেটাই নাকি তাঁর আসল ঘর| একইসঙ্গে ফুটবল ছাড়ার পর বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর হতেও প্রস্তুত লিওনেল মেসি| শুধু প্রস্তাব পাওয়ার অপেক্ষায়|
পিএসজির সঙ্গে ২০২৩ সালে সম্পর্ক শেষ হবে লিওনেল মেসির| এরপর তিনি আর ফুটবল চালিয়ে যাবেন কিনা, তা নিয়েও রয়েছে ধন্দ| মেসি হয়ত এখন থেকেই আবার বার্সায় ফেরার চেষ্টা শুরু করে দিয়েছেন|