কলকাতা টিভি ওয়েবডেস্ক: টি টোয়েন্টির পাশাপাশি একইসঙ্গে টেস্টেরও প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারতীয় দল| আগামী সোমবার থেকে মুম্বইয়ে চার দিনের ক্যাম্প করবেন ভারতীয় টেস্ট দলের সদস্যরা| টি টোয়েন্টি প্রথমে হলেও, টেস্ট সিরিজ নিয়েও এখন থেকেই প্রস্তুত থাকতে চাইছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়|
সহকারী কোচিং স্টাফ এখনও ঠিক হয়নি| যদিও সেসব নিয়ে চিন্তিত নন কোচ দ্রাবিড়| শনিবারই পৌঁছে গিয়েছেন জয়পুরে| সঙ্গে রোহিত সব টি টোয়েন্টি দলের সদস্যরাও পৌঁছে গিয়েছেন|
কিন্তু টি টোয়েন্টির পরই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল| প্রথম টেস্টে বিরাট কোহলি নেই| গোটা সিরিজেই বিশ্রামে থাকবেন রোহিত শর্মাও| দায়িত্ব অজিঙ্ক রাহানের কাঁধেই| টেস্ট দলেও রয়েছে তারুণ্যের আধিক্য| তাই সময় নষ্ট করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট|
আগামী চারদিন মুম্বইয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি শিবির সারবেন অজিঙ্ক রাহানেরা| কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব| রাহানে অবশ্য দু -তিনদিন আগে থেকেই ব্যক্তিগত প্রস্তুতি শুরু করে দিয়েছেন| ঘরের মাঠে রানে ফিরতে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি|
রবিবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, ময়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারারা| আগামী ২৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া| তারই চূড়ান্ত প্রস্তুতি সোমবার থেকে শুরু করে দিচ্ছেন রাহানেরা|