মুম্বই: ফের বিপাকে বলি অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-র স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। IPL বেটিং, সফ্টপর্ন মামলায় আগেই নাম জড়িয়েছিল তারকা জুটির। আর এবার Bitcoin জালিয়াতি মামলাতেও নাম জড়াল ব্যবসায়ী জনপ্রিয় ব্যবসায়ী রাজ কুন্দ্রার। জানা যাচ্ছে, Bitcoin জালিয়াতি মামলাতে শিল্পা শেট্টিরও জড়িয়েছে। তারকা জুটির কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৬)
বৃহস্পতিবার আর্থিক তছরুপ প্রতিরোধ আইন ২০০২ (PML Act 2002)-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারকা জুটির। সম্পত্তির তালিকায় রয়েছে পুণেয় রাজ কুন্দ্রার বাংলো, শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাট, রয়েছে রাজ কুন্দ্রার নামে থাকা ইক্যুইটি শেয়ারও।
আরও পড়ুন: রক্তাক্ত প্রিয়াঙ্কা, কী হল অভিনেত্রীর!
উল্লেখ্য, মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে Variable Tech Private Limited নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ-সহ আরও বেশ কয়েক জনের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে। Bitcoin-এ বিনিয়োগের নামে ওই সংস্থা সকলকে ঠকিয়েছে (Bitcoin Ponzi Scam) বলে একাধিক মামলা দায়ের হয়েছে।
আরও খবর দেখুন