মুম্বই: ২০২২ সালে প্রথম দক্ষিণী অভিনেতা ধনুষ ও ঐশ্বর্য (Dhanush-Aishwarya)-র বিবাহবিচ্ছেদের কথা সামনে আসে। ১৮ বছরের দাম্পত্যের পর আলাদা থাকার কথা জানিয়েছিলেন তারকা জুটি। ২০২২ সালের ১৭ জানুয়ারি আচমকাই সোশাল মিডিয়ায় আলাদা থাকার কথা ঘোষণা করে ধনুষ লেখেন, ঐশ্বর্য আর আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বতন্ত্রভাবে নিজেদের বোঝার সময় প্রয়োজন। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান দিয়ে নিজেদের মতো থাকার সুযোগ এবং সময় দিন।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৮)
এবার শোনা যাচ্ছে, আইনিভাবে আলাদা হওয়ার পথে হাঁটছেন রজনীকান্তের মেয়ে ও জামাই। ফ্যামিলি কোর্টে নাকি ডিভোর্সের জন্য আবেদন করেছেন তাঁরা। দম্পতির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, তাঁরা ১৩ বি ধারার অধীনে পিটিশন দাখিল করেছেন। এর মানে, তাঁরা পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: পিছিয়ে গেল ‘মির্জা’ মুক্তির তারিখ, কিন্তু কেন?
উল্লেখ্য, ২০০৪ সালে ঐশ্বর্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ধনুষ। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০। এখন ধনুষের বয়স ৩৮। এখন অভিনেতা হিসেবে সারা দেশব্যাপী সুনাম ধনুষের। ২০১২ সালে ঐশ্বর্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবি ‘৩’-এর নায়ক ছিলেন ধনুষ। সেই সিনেমার গান ‘কোলাভরি ডি’ তুমুল জনপ্রিয় হয়েছিল। ঐশ্বর্য-ধনুষের দুই পুত্র সন্তানও রয়েছে, বড় ছেলে যাত্রা রাজা এবং ছোটো ছেলে লিঙ্গ রাজা। বিবাহবিচ্ছেদ ঘোষণার পর ঐশ্বর্য ‘লাল সালাম’ ছবিতে পরিচালক হিসাবে কাজ করেছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাবা রজনীকান্ত। অন্য দিকে ধনুষকে শেষবার ‘ক্যাপ্টেন মিলার’ ছবিতে দেখা গেছে। পরবর্তীতে দক্ষিণী সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার বায়োপিকে অভিনয় করবেন ধনুষ, এমনটাই জানা যাচ্ছে।
আরও খবর দেখুন