গুয়াহাটি: হাড্ডহাড্ডি লড়াই| ব্যাটসম্যানরা ব্যর্থ| আবারও সেই স্পিনারদের দাপটেই চার পয়েন্ট বাংলার পকেটে| ছত্তিশগড়ের পর ক্রুণাল পাণ্ডিয়ার বরোদাকেও হারাল বাংলা| সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২ রনে জিতল সুদীপ চট্টোপাধ্যায়ের বঙ্গ ব্রিগেড|
মুস্তাক আলির দ্বিতীয় ম্যাচেই কঠিন প্রতিপক্ষ বরোদা| যার নেতৃত্বে রয়েছে ভারতের অন্যতম টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট ক্রুনাল পাণ্ডিয়া| টস জিতে তাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলা অধিনায়কের| লক্ষ্যটা ছিল বড় রান তুলে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া|
কিন্তু সেই স্ট্র্যাটেজিতে সফল হয়নি বঙ্গ ব্রিগেড| সুদীপ, ঋদ্ধিমান সাহা, করণলাল, কাইফ আহমেদরা কেউই বড় রান করতে পারেননি| ওপেনিংয়ে অভিষেক দাসের ৩৫ রানই সর্বোচ্চ বাংলার স্কোরবোর্ডে| আর শেষের দিকে শাহবাজের ৩৪ এবং ঋত্বিক রায়চৌধুরীর ২১ রানে ভর করে বাংলা করে ১৪৬ রান|
বাংলাকে জেতানোর ভারটা আবারও সেই বোলিং লাইনআপের ওপরই| শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে বরোদাকে ধাক্কাটা দেন শাহবাজ| স্পিনের দাপট তখন থেকেই শুরু| যদিও ক্রুনাল পাণ্ডিয়া লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন| কিন্তু শাহবাজের পাশে যোগ্য স্পিন অ্যাটাকে যোগ্য সঙ্গদ দেন ঋত্বিক, করণলাল-রা|
স্পিনারদের দখলেই যায় চার উইকেট| সেইসঙ্গে হিসাবী বোলিং| ক্রুনাল পাণ্ডিয়া শেষপর্যন্ত ক্রিজে থাকলেও, ১৪৪ রানেই থেমে যেতে হয় বরোদাকে| ২ রানে ম্যাচ জেতার পাশাপাশি ৪ পয়েন্টও তুলে নেয় বাংলা| দু ম্যাচ খেলে বাংলার পয়েন্ট এখন ৮|