মুম্বই: একদমই ভিন্ন ভূমিকায় দর্শকদের সামনে এলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। দৃষ্টিহীন শিল্পপতি শ্রীকান্ত বোলারে চরিত্রে দেখা গেল রাজকুমারকে। প্রকাশ্যে এল ‘শ্রীকান্ত’ (Srikanth) ছবির টিজার। শিল্পপতি শ্রীকান্ত বোলারের জীবনের কাহিনি নিয়েই এই ছবি তৈরি করেছেন, তুষার হিরানন্দানি (Tushar Hiranandani)। রাজকুমার রাওকে বিখ্যাত শিল্পপতি শ্রীকান্ত বোলারের ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৭)
ছবির টিজারে রাজকুমারকে রাস্তায় দৌড়াতে দেখা গেল। দক্ষিণী সুপারস্টার সুরিয়ার স্ত্রী, অভিনেত্রী জ্যোতিকাকে ‘শ্রীকান্ত’ ছবিতেগুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই সিনেমা দিয়েই ২২ বছর পর চলচ্চিত্র জগতে ফিরছেন অভিনেত্রী। আগামী ১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শ্রীকান্ত’।
View this post on Instagram
আরও পড়ুন: লাগাতার হুমকির শিকার রাইমা সেন, কিন্তু কেন?
কে শ্রীকান্ত বোলা?
শিল্পপতি শ্রীকান্ত বোলা বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ম্যানেজমেন্ট সায়েন্সের প্রথম দৃষ্টিশক্তিহীন ছাত্র তিনি। ১৯৯১ সালে অন্ধ্রপ্রদেশের মাছিলিপত্তনম শহরের সীতাপুরমে জন্মগ্রহণ করেন শ্রীকান্ত। তিনি জন্মগতভাবেই প্রতিবন্ধী। ক্লাস টেনের পর বিজ্ঞান নিয়ে টুয়েলভে পড়তে চান তিনি। কিন্তু অনুমতি দেওয়া হয়নি তাঁকে। বিজ্ঞান নিয়ে পড়ার জন্য মামলাও করেছিলেন। ৬ মাস অপেক্ষার পর তিনি নিজ দায়িত্বে এই বিষয়ের অনুমতি পান এবং ৯৮ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থানে পৌঁছন।
আরও খবর দেখুন