কলকাতা: টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। সেই সঙ্গেই সাঙ্গ হয়েছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) আন্তর্জাতিক কেরিয়ার। তিনি নিজেও জানিয়ে দিয়েছেন, ‘চ্যাপ্টার ক্লোজড’। কিন্তু তারপরেও বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি থাকবেন, ডাক পেলে খেলতে রাজি। ওয়ার্নারের এই কথায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে ওয়ার্নার বলেন, “চ্যাপ্টার ক্লোজড। এত দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা অবিশ্বাস্য। অস্ট্রেলিয়া আমার দল ছিল। আমার কেরিয়ারের বেশিরভাগটাই আন্তর্জাতিক স্তরে ছিল। দেশের হয়ে খেলা আমার কাছে সম্মানের। সব ফর্ম্যাটে ১০০-র বেশি ম্যাচ খেলাটাই আমার কেরিয়ারের বড় বিষয়।”
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান একই গ্রুপে!
এরপর স্ত্রী, সন্তান, সহ খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছে বাঁ-হাতি ওপেনার। হালকা রসিকতাও করেছেন। তবে এই পোস্টের শেষে তিনি বলেন, “আরও কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাব, এবং যদি নির্বাচিত হই অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি।”
কোনও সন্দেহ নেই অজি নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন ওয়ার্নার। চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) খেলা হবে ৫০ ওভারের ফর্ম্যাটে। ওডিআই বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করে ওয়ার্নার বুঝিয়ে দিয়েছেন, এখনও তাঁর মধ্যে খেলা আছে। সবথেকে বড় কথা, অস্ট্রেলিয়া এখনও তাঁর বিকল্প খুঁজে পায়নি।
দেখুন অন্য খবর: