নয়াদিল্লি: দিল্লি পুরসভা (Municipal Corporation of Delhi)-র প্রাক্তন এবং কর্মরত কর্মচারীদের বেতন, পেনশন এবং বকেয়া পরিশোধে ব্যর্থতার জন্য শুক্রবার তীব্র ক্ষোভ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। হাইকোর্টের চূড়ান্ত হুঁশিয়ারি, হয় কর্মীদের বেতন, পেনশন মেটান, নাহলে দিল্লি পুরসভা বন্ধ করে দেওয়া হবে। চার বছর ধরে মামলা গড়াচ্ছে। সুদিনের আশায় আমরা অপেক্ষা করেছি, পুরসভার আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে। কিন্তু এটাই শেষ সুযোগ। নিজের অবস্থান ঠিক করুন। নাহলে এই পুরসভা বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দিতে আদালত বাধ্য হবে। এমনটাই জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি প্রীতম সিং অরোরা।
বেতন, পেনশন ও অন্যান্য বকেয়া অর্থ কর্মীদের মিটিয়ে দেওয়া সপ্তম পে কমিশন (7th Pay Commission) অনুযায়ী বাধ্যতামূলক। পুরসভা এই ব্যাপারে দায়বদ্ধ। যদি সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়, তার ফল তাদের ভুগতেই হবে। কোথা থেকে অর্থ জুটবে তার জন্য আদালত অপেক্ষা করবে না, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি প্রীতম সিং অরোরার বেঞ্চের।
আরও পড়ুন: ইভটিজিং রুখতে ‘সুপ্রিম’ গাইডলাইন নিয়ে রাজ্যের বক্তব্য তলব
দিল্লি হাইকোর্ট জানিয়েছে, দশদিনের মধ্যে বেতন ও পেনশন মেটানো হবে। পুরসভার আইনজীবী, কর্মীদের বকেয়া অন্যান্য পাওনা মেটানোর জন্য হাইকোর্টের কাছে সময় চেয়েছে। বকেয়ার পরিমাণ এক সময় হাজার কোটি টাকা হয়েছিল। যা বর্তমানে কমে ৪০০ কোটি টাকা হয়েছে। জানান পুরসভার আইনজীবী। হাইকোর্ট জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি মেটাতে হবে।
আরও খবর দেখুন