নয়াদিল্লি: চলন্ত গাড়ির জানালা দিয়ে ছড়িয়ে পড়ছে একের পর এক নোটের বান্ডিল। উড়ছে টাকা। নকল নয়, আসল টাকা (Money)। ভাইরাল ভিডিও (Viral Video)। নয়ডার (Noida) ঘটনা। রাতের ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ছুটছে গাড়ি। গাড়ির আরোহী টাকা ছড়াচ্ছেন রাস্তায়। একের পর এক নোটি তিনি রাস্তায় ফেলে দিচ্ছেন। নয়ডার সেক্টর ১৯ এলাকার ওই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে। ওই গাড়ির পাশে আরেকটি গাড়ি ছিল। সেই গাড়ি থেকে ভিডিও করা হয়েছে। যো ঘটনায় শোরগোল পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
তবে জানা গিয়েছে ওই ভাইরাল ভিডিওর ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। ওই আরোহীকে ধরা হয়েছে তাঁকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন ভাঙার জন্য তাঁর এই শাস্তি। নয়ডা পুলিশই ভিডিয়োটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছে। একইসঙ্গে সেই বিষয়ে পদক্ষেপের কথা জানিয়েছে।
আরও পড়ুন: ‘দঙ্গল’ অভিনেত্রীর শোকসভায় গিয়ে সমালোচিত আমির
नोएडा की सड़क पर दिखा रहीसी का परचम लग्जरी गाड़ी में सवार नोटो को उड़ाता दिखा शक्स दूसरे कार से बनाई जा रही रील विडियो वीडियो सोशल मीडिया पर जमकर हो रहा है वायरल सेक्टर 20 क्षेत्र का बताया जा है वायरल @Uppolice @CP_Noida @dgpup @noidatraffic pic.twitter.com/ffwAGzszOM
— Raajesh Khatri (@KhatriRajeesh) February 22, 2024
আরও খবর দেখুন