কেপ টাউন : প্রথম টেস্ট হারের পর যোগ্য দল হিসেবে ভারত দক্ষিণ আফ্রিকারে প্রত্যাঘাত করেছে। প্রথম দিনের প্রথম সেশনে সিরাজ ছেলেখেলা করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের নিয়ে। সেই সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন জসপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। এককথায় লেটার মার্কস পাওয়া পারফরম্যান্স ভারতীয় বোলারদের।
কিন্তু ব্যাটারদের পারফরম্যান্স? ফের ধারাবাহিকতা নিয়ে প্রশ্নটা উঠেই গেল। যেখানে ৫৫ রানে নিজেদের দেশের মাটিতে লজ্জার রেকর্ড করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, সেখানে স্কোর বোর্ডে ২৫০ রান টপকানোর টার্গেট দিলেই ইনিংসে জয় নিশ্চিত ছিল। সেখানে ভারত শেষ ১৫৩ রানে। মানে ১৫৩ রানে ৪ উইকেট থেকে অলআউট। শেষ ১১ বলে ৬ উইকেট ০ রান। ধ্বংসের শুরুটা হল ৩৪তম ওভার থেকে। লুনগি এনগিডির প্রথম বলেই আউট হলেন রাহুল। এর পর ভারতীয় ব্যাটারদের স্রেফ আসা-যাওয়ার পালা। একই ওভারে কোনও রান না করে ফিরে গেলেন রবীন্দ্র জাডেজা এবং জসপ্রীত বুমরা। ১৫৩-৪ থেকে ১৫৩-৭ হয়ে গেল ভারত। পরের ওভারে রাবাডার দ্বিতীয় বলে আউট কোহলি। চতুর্থ বলে রান আউট সিরাজ। পঞ্চম বলে আউট প্রসিদ্ধ কৃষ্ণ। ১১ বলে ৬টি উইকেট হারাল ভারত।
সমস্যাটা কোথায়? টি২০ খেলে কি ভারতীয় ব্যাটাররা টেস্ট ক্রিকেট খেলা ভুলে গেল? কীভাবে সম্ভব শূণ্য রানে ৬ উইকেট পড়ে যাওয়া? এর ব্যাখ্যা তাবড় ক্রিকেট লিখিয়ে থেকে শুরু কোনও ক্রিকেট বিশেষজ্ঞও দিতে পারেননি। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় বোর্ডকে এ বিষয়ে ভাবতেই হবে।
আরো অন্য খবর দেখুন
https://kolkatatvonline.in/sports/match-report-india-v-south-africa-2nd-test-kolkatatv-online-sports-news/