রাঁচি: ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) আসন্ন গ্রেফতার সম্পর্কে জল্পনা-কল্পনার মধ্যে তিনি তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) রাঁচি অফিসের সিনিয়র অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। বুধবার রাঁচির এসসি/এসটি থানায় দায়ের করা অভিযোগটি সোমবার নয়াদিল্লিতে হেমন্ত সোরেনের বাসভবনে এজেন্সির অভিযানের সঙ্গে সম্পর্কিত। এবং দাবি যে এই পদক্ষেপটি তাঁকে এবং তাঁর সমগ্র সম্প্রদায়কে হয়রানি ও অপদস্থ করেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী একজন তফশিলি উপজাতির অন্তর্গত।
রাঁচির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ চন্দন কুমার সিনহা বলেছেন, কিছু ঊর্ধ্বতন ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আবেদন পেয়েছি। হেমন্ত সোরেনকে রাঁচিতে তাঁর বাসভবনে ইডি জিজ্ঞাসাবাদ করছে। একটি জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি মামলায়। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে এবং তাঁর দলও সেই ঘটনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করেছে বলে জানা গিয়্ছেে।
আরও পড়ুন: আমি এখনও মরে যাইনি, মালদহে হুঙ্কার মমতার
সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দিল্লির বাড়িতে এজেন্সির অভিযান নাটকীয় হয়ে ওঠে যখন ইডি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সকালে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে তাঁকে খুঁজে পাননি। তাঁরা ৩৬ লক্ষ নগদ এবং একটি গাড়ি যার দাম ১ কোটি টাকা জব্দ করেছে৷ বুধবার তাঁর অভিযোগে, হেমন্ত সোরেন বলেছেন যে তিনি গাড়ির মালিক নন এবং কোনও অবৈধ নগদ অর্থের মালিক নন।
মুখ্যমন্ত্রী অবশ্য মঙ্গলবার রাঁচিতে হাজির হন। এবং অভিযোগ করেন যে সোমবার তাঁর অনুপস্থিতিতে তাঁর বাড়িতে তল্লাশি করা অনাকাঙ্ক্ষিত এবং অসাংবিধানিক ছিল। তাঁর দল আরও বলেছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুখ্যমন্ত্রীর অনুরোধ গ্রহণ করেছে বুধবার তাঁকে তাঁর রাঁচির বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য।
আরও খবর দেখুন