নয়াদিল্লি: কার্যত দামামা বেজে গেল লোকসভা ভোটের (Loksabha Vote) । প্রশাসনিক মহলে প্রস্তুতি শুরু হয়ে গেল। কেন্দ্র এবং রাজ্য সরকারি আধিকারিকদের জন্য লোকসভা ভোটের প্রশিক্ষণ দিতে নির্দেশিকা পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। তাতে বিশেষ প্রশিক্ষণের (Training) কথা বলা হয়েছে। তিন ধাপে এই প্রশিক্ষণ হবে। মার্চ মাসে সেই প্রশিক্ষণ শেষ হবে। লোকসভা নির্বাচনের সেক্টর অফিসারদের প্রশিক্ষণ এই মাসেই শুরু হচ্ছে। ১৭ এবং ১৮ জানুয়ারি হবে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ শেষ হবে ১৫ মার্চের মধ্যে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এই বিষয়ে জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছেন। মহকুমা ও জেলা পর্যায়ে সেক্টর অফিসারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর থেকে ভোট কর্মীদের তালিকা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই চলে এসেছে।
নির্বাচন কমিশনের এই নির্দেশ থেকে অনুমান করা হচ্ছে দেশে লোকসভা ভোট হবে যথা সময়েই। এপ্রিল এবং মে মাসেই হবে লোকসভার ভোট। ভোট এগিয়ে আসার সম্ভাবনা নেই। অনেকেই অনুমান করেছিলেন রামমন্দির উদ্বোধনের পর লোকসভা ভোট এগিয়ে আসতে পারে। আপাতত সেই জল্পনায় ইতি পড়ল।
আরও পড়ুন: ব্রিগেডে কত জমায়েত হবে? প্রস্তুতি খতিয়ে দেখলেন বাম যুব নেতৃত্ব
আরও খবর দেখুন