গুজরাত: ফ্রান্সের এক বিমানবন্দরে সম্প্রতি ফরাসি প্রশাসন একটি চার্টার্ড বিমানকে আটক করে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ওই বিমানে তিনশোরও বেশী যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়। গুজরাতের বাসিন্দা ছিলেন ৬০ জন। তাঁদের মধ্যে ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গুজরাত পুলিশ। সূত্রের খবর, সেই বিমানটি নিকারাগুয়া যাচ্ছিল। যাত্রীদের মধ্যে ১১ জন শিশুও ছিল। তাদের সঙ্গে কোনও অভিভাবক ছিলেন না। পুলিশের সন্দেহ, তাদের পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
পঞ্জাব, হরিয়ানা, গুজরাতের মতো বিভিন্ন রাজ্য থেকে বহু লোক ফি বছর অবৈধ উপায়ে আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে যান। তার জন্য তাঁরা এজেন্টদের সাহায্য নেন। এই অবৈধ উপায়ে ইউরোপ কিংবা আমেরিকা যাওয়াকেই ডাঙ্কিরুট বলা হয়। সম্প্রতি রাজকুমার হিরানি এই ডাঙ্কিরুট নিয়েই ডাঙ্কি নামে একটি সিনেমা করেছেন। শাহরুখ খান তার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন। সেই ছবি বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে।
ওই যাত্রীরা অন্য কোনও দেশ হয়ে আমেরিকা যাচ্ছিলেন কি না, কেন তাঁরা নিকারাগুয়া যাচ্ছিলেন, সেখান থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা হচ্ছিল কি না, তা জানার চেষ্টা করছেন গুজরাতের গোয়েন্দা পুলিশ। সেখানকার এক শীর্ষ পুলিশ কর্তা জানান, বিমানটির যাত্রীরা অবৈধ উপায়ে আমেরিকা যাওয়ার চেষ্টা করছিলেন বলে ফরাসি পুলিশের সন্দেহ হয়। সেই জন্যই তারা বিমানটিকে আটক করে। ওই বিমানের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগ আছে কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে ফ্রান্সের অপরাধ দমন শাখা জুনালকো।
আরও পড়ুন: আগামী সপ্তাহেই আসন সমঝোতার আলোচনা শুরু করতে চায় কংগ্রেস
সূত্রের খবর. গত ২২ ডিসেম্বর জ্বালানি ভরার জন্য প্যারিস থেকে দেড়শো কিলোমিটার দূরের এক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফরাসি পুলিশের সন্দেহ হয়, অভিভাবকহীন ওই ১১ জন শিশুকে পাচারের জন্য নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছে। সেই সন্দেহের ভিত্তিতেই ফরাসি পুলিশ বিমানটিকে আটক করে তদন্তে নামে। প্রাথমিত জিজ্ঞাসাবাদের পর অবশ্য সোমবার বিমানটিকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে সেটি ভারতে এসেছে।
দেখুন আরও অন্য়ান্য খবর: