বেঙ্গালুরু: কর্নাটকে (Karnataka) রাজ্যসভা নির্বাচনে (Rajyasabha Elections) জিতেছেন কংগ্রেসের প্রার্থী নাসির হুসেন (Naseer Hussain)। বিজেপির (BJP) দাবি, এই জয়ের পরে বিধানসভার অভ্যন্তরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস (Congress) এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তাদের কর্মীরা হুসেনের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, বিজেপি যা দাবি তেমন কিছুই ঘটেনি।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগেই দেশে সিএএ-র নিয়মবিধি!
মঙ্গলবার কর্নাটকের চারটি রাজ্যসভা আসনের তিনটেই জিতেছে কংগ্রেস। ফলাফল ঘোষণা কিছুক্ষণ পরেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malabya) একটি ভিডিও শেয়ার করেন। হুসেনের জয়ের পর কংগ্রেস কর্মীদের উৎসব করার দৃশ্য ছিল সেই ভিডিওয়। মালব্য অভিযোগ করেন, কংগ্রেস কর্মীরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১১)
মালব্য টুইট করে লেখেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Malliakarjun Kharge) সচিব নাসির হুসেনের রাজ্যসভা নির্বাচনে জয়ের পর পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলা হল। কংগ্রেসের পাকিস্তান প্রীতি বিপজ্জনক। এটা ভারতকে শত্রুভাবাপন্ন ছোট ছোট অংশে ভাগ করে দেবে। আমরা এটা হতে দিতে পারি না।” কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, কর্নাটকের সি টি রবি সহ একাধিক বিজেপি নেতা এই ভিডিও শেয়ার করে একই দাবি করেছেন।
এদিকে বিজয়ী প্রার্থী নাসির হুসেন বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি শুধুমাত্র ‘নাসির হুসেন জিন্দাবাদ’, ‘কংগ্রেস পার্টি জিন্দাবাদ’, ‘নাসির খান জিন্দাবাদ’, ‘নাসির সাব জিন্দাবাদ’ স্লোগান শুনেছেন। কংগ্রেস নেতা এও বলেন, “মিডিয়াতে যেসব দেখানো হয়েছে সেসব আমি শুনিনি। যদি শুনতাম আপত্তি জানাতাম, নিন্দা করতাম, এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতাম।”
দেখুন অন্য খবর: