নয়াদিল্লি: ফের খারিজ হয়ে গেল অনুব্রতের জামিনের আবেদন। শারীরিক অসুস্থতার যুক্তি দেখিয়ে আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রতর আইনীজীবী মুদিন জৈন। বুধবার শুনানির পর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। সুতরাং এখনই তিহার-মুক্তি হচ্ছে না বীরভূম সভাপতির। এদিকে অনুব্রতর আইনজীবীর অভিযোগ, তিহার জেলে বারবার অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট চাওয়া হলেও তা দেয়নি জেল কর্তৃপক্ষ। পরবর্তী শুনানির দিন এখনও নির্দিষ্ট করা হয়নি।
গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মার্চ মাস থেকে তিহাড় জেলে রয়েছেন । ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। ওই জেলেই,৬ নম্বর সেলে রয়েছেন কন্যা সুকন্যা মণ্ডলও। কিছুদিন আগেই জেলের মধ্যে শরীর খারাপ হয়েছিল তাঁর। সেই কারণেই আদালতে জামিনের আবেদন জানান তিনি। কীভাবে জামিন পাওয়া যাবে তা নিয়ে নিজের আইনজীবীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে ৩০ মিনিট শলা-পরামর্শ করেন অনুব্রত।
আরও পড়ুন: LIVE UPDATE | WB | HS Result | প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল, প্রথম শুভ্রাংশু সর্দার
সূত্রের খবর, অনুব্রতর মেডিক্যাল রিপোর্টকে হাতিয়ার করেই জামিনের পরিকল্পনা করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু বারবার করে তিহার জেল কর্তৃপক্ষের কাছে সেই মেডিক্যাল রিপোর্ট চাওয়ার পরেও মেলেনি বলে অভিযোগ করেন মুদিন তাঁর দাবি, গত ৭ মার্চ তিহার থেকে মেডিক্যাল রিপোর্ট চেয়েছিলেন তাঁরা। আজ অবধি সেই রিপোর্ট পাওয়া যায়নি বলে আদালতে জানান আইনজীবী।