ভোপাল: ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। বেপরোয়া গতির পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল অন্তত ১৪ জনের। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৮ জন মহিলা। দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিন্দোরিতে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গতকাল রাত দেড়টা নাগাদ দিন্দোরির বাদঝাড় ঘাটের কাছ থেকে দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতদের উদ্ধার করে শাহপুরা জনস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেও মৃত্যু হয় কয়েকজন। বাকিদের চিকিৎসা এখনও চলছে। স্থানীয় সূত্রে খবর, এক বধূর সাধের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন পিকআপ ভ্যানের আরোহীরা।
আরও পড়ুন: ১০ দিনের পুলিশি হেফাজত শাহজাহানের
দুর্ঘটনার পর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘুমিয়ে পড়ার কারণেই চালক স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারান। এর জেরেই দূর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
দেখুন আরও অন্য়ান্য খবর: