ফাদার্স ডে-র সকালে নেটিজেনদের মুগ্ধ করল হর্নবিল পাখি যুগলের ভাইরাল একটি ভিডিও। দেখা যাচ্ছে পুরুষ হর্নবিল ঠোঁটে করে খাবার তুলে দিচ্ছে গাছের কোটরে লুকিয়ে থাকা সঙ্গী হর্নবিলের ঠোঁটে। মা হর্নবিল ‘সন্তানসম্ভবা’, তাই গাছের কোটরে হবু ছানার সুরক্ষা নিশ্চিত করতে গা ঢাকা দিয়েছে সে। জঙ্গলে পদে পদে বিপদ। তাই এই অবস্থায় সবার চক্ষু আড়ালে থাকতে হবে তাকে। আর এই সময় সঙ্গীর দেখাশোনার দায়িত্ব এখন হবু বাবা হর্নবিলের ওপর। হর্নবিল পাখিদের মধ্যে এটাই দস্তুর। ডিম পাড়ার সময় হলে প্রথমে নিরাপদ আশ্রয় খুঁজে সেখানে গা ঢাকা দেয় মা হর্নবিল। আর তাকে মাসের পর মাস দিনে কয়েকবার করে খাবার জোগানের দায়িত্ব একনিষ্ঠ ভাবে পালন করে চলে পুরুষ হর্নবিল।
On FathersDay let me share story of this father from #forest. Great #Hornbill male is feeding the female who has locked her inside nest. This he will do for months !! pic.twitter.com/2BohxfYcAN
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 19, 2022
ফাদার্স ডে উপলক্ষে হর্নবিল পাখিদের এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আইএফএস পার্বিন কাসওয়ান।
আর এই ভিডিওটি পোস্ট হওয়ার ১ ঘণ্টার মধ্যেই ১০ হাজারেরো বেশি ভিউজ পেয়েছে ভিডিওটি।
This is a story about hornbills which are perfect couple and which are also called as Gardner of the forest. How ?
There are 9 species of hornbills found in India. From Great to Grey. Hornbills are generally monogamous. The pair lasts long. Here a Wreathed Hornbill couple. pic.twitter.com/8IpB2YG3Sc
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 19, 2022
সন্তান বড় হয় বাবা-মায়ের হাত ধরে। সন্তানকে বড় করে তুলতে অনেক কষ্ট, ত্যাগ আর পরিশ্রম করতে হয় বাবা-মাকে। তবে স্নেহের প্রকাশের ধরণ দুজনের ক্ষেত্রে দু’রকম। একদিকে যখন সন্তান জন্মানোর পর তাকে সারাক্ষণ আগলে রাখেন মায়েরা তখন মায়েদের পাশে অনেকটাই এই পুরুষ হর্নবিলের মতোই নানা ভাবে জীবন নির্বাহের রসদ জুগিয়ে যান বাবারা। জীবনের হাজারো সমস্যায় থেমে থাকে না বাবা মায়ের ভালবাসা।
আজ ইন্টারন্যাশনাল ফাদার্স ডে-তে, ভিডিও-র এই পুরুষ হর্নবিল যেন মনে করিয়ে দেয় সন্তানকে বড় করে তোলার বাবাদের পরম স্নেহ ও অনর্গল পরিশ্রমের কথা। ভারতে প্রত্যেক বছর জুন মাসের তৃতীয় রবিবার ফাদার্স ডে হিসেবে পালন করা হয়।
১৯০৮ সালের, ৫ই জুলাই ওয়েস্ট ভার্জিনিয়ায় খনি বিপর্যয় প্রাণ হারান বহু কর্মচারী। এই ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করতে কোনও একটি রবিবারকে বেছে নেওয়া হয়। এই ঘটনারও বেশ কয়েক বছর পর সিভিল ওয়ার ভেটেরান উইলিয়াম জ্যাকসন স্মার্টের স্মৃতির উদ্দেশে ফাদার্স ডে হিসেবে উদযাপনের পরামর্শ দেন মেয়ে সোনোরা স্মার্ট ডড। উইলিয়াম জ্যাকসন স্মার্ট সিঙ্গেল পেরেন্ট হিসেবে সোনোরা ও তাঁর পাঁচ ভাই বোনকে একা হতে বড় করে তোলেন। এরপর পড়াশোনা শেষ করে জাতীয় স্তরে ফাদার্স ডে উদযাপন নিয়ে অভিযান চালায় সোনোরা।