বাঁকুড়া: ভোট চুরি রুখতে বুথ পাহারা দিতে হবে। বার্তা দিলেন ভাঙড়ের (Bhangor) আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddque) । তিনি সমর্থকদের উদ্দেশ্য বললেন, আপনার ভোট যাতে চুরি না হয় তা দেখার দায়িত্ব আপনাদের। গণনা কেন্দ্র (Counting Centre) ঘিরে রাখবেন। পাহারা দিয়ে রাখবেন। ১৪৪ ধারার বাইরে গিয়ে পরিবার নিয়ে গিয়ে বসে পড়বেন। শুক্রবার বিকেলে বাঁকুড়ার (Bankura) ওন্দার (Onda) পুনিশোলে আইএসএফ এর সভায় বক্তব্যে এমন বার্তা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
এদিন আইএসএফ এর প্রার্থীদের সমর্থনে পুনিশোল বোর্ড হাইস্কুল মাঠে সভা করেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন তিনি মঞ্চে রাজ্যের শাসকদলের দুর্নীতির (Corruption) বিষয় তুলে ধরেন। তৃণমূলের (TMC) দুর্নীতি আটকাতে আইএসএফ প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেন ভাঙড়ের বিধায়ক। রাজ্যের পাওনা আদায় করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাত্রা প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি প্রতিক্রিয়া দিয়ে বলেন, সিবিআই, ইডি থেকে বাঁচতে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সাধারন মানুষের টাকা দিচ্ছে না এ বিষয়ে কেন তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না। বুক ফুলিয়ে যাবেন আর আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে ফিরে আসবেন সেটা জানেন সেই কারনে সাধারণ মানুষদের বোকা বানিয়ে দিল্লি নিয়ে যাবেন টাকা আদায় করতে। কাউকে যেতে হবে না রাজ্যের তরফে যথাযথ সময়ে সঠিক কাগজ কেন্দ্রকে পাঠিয়ে দিক। তারপরে কেন্দ্র টাকা না দিলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমি নিজে গিয়ে ধর্নায় বসব।
আরও পড়ুন: Saayoni Ghosh | কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকার সায়নীর
পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। রাজ্য রাজনীতিতে তত পারদ চড়ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ডবল ব্যালট পেপারের ছাপার অভিযোগ তুলেছেন। এদিনের সভা থেকে সেই কথাও শোনা গিয়েছে নওসাদ সিদ্দিকের মুখে। তিনি কটাক্ষ করে বলেন, শুনছি ডবল ব্যালট পেপার ছাপা হচ্ছে। জাতীয় থেকে আঞ্চলিক দল হয়েছে তৃণমূল। তবে সৌদি আরবে যাওয়া ব্যক্তির মনোনয়ন করিয়ে দেওয়া হয়েছে। ফলে তৃণমূল এখন আন্তর্জাতিক দল।